ঘরের টিকটিকি থেকে মুক্তির উপায়!

লম্বা লেজ বিশিষ্ট এই প্রাণীটি আমাদের ঘরের অন্যান্য পোকামাকড় খেয়ে উপকার করলেও আমরা কেউই এই প্রাণীটিকে আমাদের ঘরে রাখতে রাজি নই। টিকটিকির (lizard) ঘরময় রাজত্ব কেবল ভয়ানক ব্যাপারই নয় বরং খাদ্যদ্রব্যতে এই বিষাক্ত প্রাণীটি পড়লে আমাদের স্বাস্থ্য হানিসহ চরম অসুস্থতার কারণও ঘটতে পারে। বাজারে এই টিকটিকি মারার বিভিন্ন উপকরণ ও বিষ পাওয়া গেলেও বাড়ির পোষা প্রাণী ও বাচ্চাদের জন্য আমরা এইসব পদ্ধতিগুলো যতোটা পারা যায় এড়িয়ে চলি। তাই আসুন টিকটিকি দূর করতে কিছু ঘরোয়া পদ্ধতি সম্পর্কে জেনে নেই।
ন্যাপথোলিন বল (naphthalene balls): আপনার ঘরে টিকটিকির উৎপাত কমাতে ন্যাপথোলিন বল ব্যবহার করুন। ঘরের বিভিন্ন জায়গাতে ন্যাপথোলিন বল রেখে দিন। দেখবেন টিকটিকির উৎপাত কমে যাচ্ছে।
কফি পাউডার (coffee powder): কফি পাউডার ও টোব্যাকো পাউডার এক সাথে মিশিয়ে একটি মিকচার বানান। এবার এই মিকচার আপনার ঘরের টিকটিকি বহুল জায়গাগুলোতে রেখে দিন। টিকটিকি এগুলো খেয়ে মারা যাবে।
ময়ূর পালক (peacock feathers): টিকটিকি ময়ূরের পাখনা দেখে ভয় পায়। তাই ঘর থেকে টিকটিকি দূর করতে ঘরের দেয়ালে ময়ূরের পালক ঝুলিয়ে রাখুন।
বরফ পানি (ice-cold water): একটি স্প্রে বোতলে বরফ পানি নিয়ে টিকটিকির গায়ে স্প্রে করুন। এতে টিকটিকির শরীরের তাপমাত্রা কমে যাওয়ায় এটি নড়াচড়া করতে পারবেনা আর এই সুযোগে টিকটিকি ধরে ঘরের বাইরে ফেলে দিন।
রসুন (garlic): একটি স্প্রে বোতলে পূর্ণ করে পেঁয়াজ রস ভরে সাথে কয়েক ফোঁটা রসুনের রস মিশিয়ে ঘরে স্প্রে করুন। টিকটিকি পালিয়ে যাবে।
ডিমের খোসা (egg shells): টিকটিকে বোকা বানিয়ে ঘর থেকে তাড়াতে ডিমের খোসার জুড়ি নেই। ঘরের বেশ কিছু জায়গাতে ডিমের খোসা রেখে দেখুন, টিকটিকি এগুলোকে অন্য কোন প্রাণী ভেবে ঘর ছেড়ে পালাবে। যারা টিকটিকির যন্ত্রনায় হয়রান কিন্তু তাদের তাড়ানোর উপায় খুঁজে পাচ্ছেন না তারা উপরের পদ্ধতিগুলো প্রয়োগ করলেই সন্তোষজনক ফলাফল পাবেন। সূত্র: কলকাতা নিউজ ২৪
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: