নতুন সৌদি আইনে আকর্ষণীয় চোখের ওপর নিষেধাজ্ঞা
মহিলাদের সুন্দর চোখ এতদিন অনেক পুরুষের আহার-নিদ্রা কেড়ে নিয়েছে। এবার সেই সুন্দরী চোখ থাকাটাই বিপদের কারণ হয়ে দাঁড়াল সৌদি আরবের মহিলাদের।
চলতি সপ্তাহথেকে কার্যকর হওয়া নতুন সৌদি আইনেদেশের কোনো মহিলার আকর্ষণীয় চোখ থাকলে এখন থেকে তাঁকে তা ঢেকে রাখতে হবে। অর্থাত্ আকর্ষণীয় চোখ থাকলেই সেই মহিলাদের পুরো মুখ সম্পূর্ণ ঢেকে রাখতে হবে। নতুন এই আইনের কারণ, মহিলাদের আকর্ষণীয় চোখ পুরুষদের বিপদে চালনা করছে, যার প্রভাব পড়ছে সমাজে।
কিন্তু এখন প্রশ্ন হল কোন চোখ আকর্ষণীয় বা কোন চোখ নয় সেটা কীভাবে ঠিক হবে! প্রথমে ঠিক হয়েছিল চোখে মেকআপ করলে বা কাজল পরলে তাকে আকর্ষণীয় চোখ হিসাবে ধরা হবে। কিন্তু তাতেও মুশকিল। অনেক মহিলার চোখ থাকে যা মেকআপ কিংবা কাজল না পরলেও দারুণ রকম আকর্ষণীয়। তাহলে! সেটা জানা যায়নি। তবে নিয়মটা কার্যকর হয়ে গিয়েছে। সৌদি আরবের মহিলাদের চোখ আকর্ষণীয় হলেই মুশকিল। সঙ্গে সঙ্গে নিদান আসবে চোখ ঢেকে বেরোনোর।
এই সৌদি আইন নিয়ে রীতিমত ঝড় উঠেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। অনেকেই প্রতিবাদ করছেন। কিন্তু কী, সৌদি আইন বড় জটিল আর কঠোর। ওসব প্রতিবাদের আঁচ আইনের গায়ে এসে পড়ে না।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: