শিশুকে দুধের সর খাওয়াবেন না 

প্রকাশিত: ০৯ আগষ্ট ২০১৪, ১০:১৮ পিএম

ছোট বাচ্চাদের ডালের পানি খাওয়ান, এতে তাদের শরীর ভালো থাকবে। গরম পানি খাওয়ান, বাচ্চাদের সব সময় পানি গরম করে সেই পানি ঠা-া করে খাওয়ান, দুধের সর খাওয়াবেন না শিশুকে। দুধ খাওয়ানোর সময় দুধের মধ্যে থেকে সরটা সরিয়ে দিন, সর হজম হতে বেশি সময় নেয়।

কালো মেঘের বড়ি : বাচ্চাদের কৃমি দূর করার জন্য কালোমেঘ পাতার বড়ি করে খাওয়ান। ছোট বাচ্চাদের প্রতিদিন এক চামচ পাকা বেল খাওয়ান এতে তাদের হাড় মজবুত হবে। খুশকি কমানোর ভেষজ প্রক্রিয়া সরষের তেলের মধ্যে লেবুর রস মিশিয়ে তেলটা হালকা গরম করে বাচ্চার মাথায় ম্যাসাজ করুন, এতে খুশকি একেবারেই কমে যাবে।

সহজে দাঁত বের করুন : বাচ্চাদের দাঁত বেরোনোর সময় মধু খাওয়ান, এতে দাঁত খুব সহজেই বেরোবে। বাচ্চার খুশকি কমান, দইয়ের সঙ্গে মধু মিশিয়ে শিশুর মাথায় লাগান অল্প কিছুক্ষণ রাখার পর মাথা ধুয়ে দিন, এতে মাথার খুশকি কমে যাবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: