১১৫-তে ঐতিহ্যবাহী এফসি বার্সেলোনা

প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৪, ০৪:৪৫ এএম

১১৫ বছরে পা দিল ঐতিহ্যবাহী এফসি বার্সেলোনা৷ ১৮৯৯ সালের ২৯ নভেম্বর জোয়ান গ্যাম্পারের হাতে তৈরি হয়েছিল বার্সা৷ ধীরেধীরে কাতালান সংস্কৃতির ধারক ও বাহক হয়ে উঠল স্পেনের অন্যতম এই হেভিওয়েট ক্লাব৷জন্মলগ্ন থেকেই ক্লাবের একটাই মোটো ‘মেস কিউ উন ক্লাব’৷ স্প্যানিশ ভাষায় এই শব্দের অর্থ ‘ক্লাবের থেকেও বেশি’৷ জোয়ান ক্রয়েফ-রোনাল্ডিনহোর মতো ফুটবলারের সৌজন্যে বিশ্বের অন্যতম সেরা ক্লাব হয়ে ওঠে বার্সা৷ ক্লাবের মশাল এখন লিওনেল মেসি-নেইমারদের হাতে৷

শনিবারই ক্লাবের তরফে অভিনব পদ্ধতিতে ১১৫তম বর্ষ উদযাপন করা শুরু হল৷ আগামী আরও ১১৫ বছর ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে ক্লাবের নতুন ট্যাগলাইন ‘সোক কুলার’৷ যার মানে ‘আমি একজন বার্সার সমর্থক’৷ বিশেষ এই বছরে জন সমর্থন আরও জোড়ালো করতে সোশ্যাল কমিউনিটি সাইটগুলিকেই বেশি করে ব্যবহার করতে চাইছে মেসির ক্লাব৷ হাতের পাঁচটি আঙুলকে একসঙ্গে করে ইংরাজির ‘সি’ অক্ষরের মতো করেই সকলকে ছবি আর ভিডিও পোস্ট করতে বলছে বার্সা৷ ঠিক যে ভাবে মেসি-নেইমাররা ছবি তুলে ট্যুইটারে পোস্ট করেছেন৷ ইংরাজিতে কাতালানের আদ্যাক্ষর ‘সি’৷ সেজন্যই ‘সি’-কেই বেছে নেওয়া৷‘হ্যাশট্যাগ এফসি বার্সেলোনা’ নাম দিয়েই ছবিগুলি ট্যাগ করতে বলা হয়ছে৷

ক্লাবের জন্মদিনেও কিন্তু বার্সাকে একটা বিষয় ভাবাচ্ছে৷ বার্সা আর পাঁচটা ফুটবল ক্লাবের মতো নয়, বরং সেইসঙ্গে একটি বিশেষ রাজনৈতিক মঞ্চ। কাতালানিয়ার জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মেসির ক্লাব স্বাধীন কাতালান ভূমির সমর্থকও। কাতালানরা স্বাধীনভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে গণভোটে ভোটাধিকার প্রয়োগ করেছেন।সূত্র মারফৎ যা খবর, ৫.৪ মিলিয়ন প্রাপ্ত ভোটের ৮০ শতাংশই গিয়েছে স্বাধীন কাতালানের পক্ষে৷ এখন প্রশ্ন হচ্ছে, স্বাধীন কাতালান রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে ফুটবল ক্লাব হিসেবে বার্সেলোনার কী হবে? বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ক্লাবটি কি স্প্যানিশ লিগে খেলতে পারবে? বার্সা না থাকলে স্প্যানিশ লিগের কী হবে? আর স্প্যানিশ লিগে না খেলতে পারলে ক্লাব হিসেবে বার্সাই বা কীভাবে ধরে রাখবে আজকের ঐতিহ্য!

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: