ইঁদুর খেয়ে ফেলে যে মাকড়সা!(ভিডিও)

প্রকাশিত: ১০ মে ২০১৭, ০৪:২০ পিএম

টারান্টুলা মাকড়শা পরিবারের মধ্যে একটি বড় দল গঠন করে। এটি একটি আট পা ওয়ালা অ্যারাকনিডা শ্রেণীর সন্ধিপদ প্রাণী। এদের শরীর লোম দ্বারা আবৃত থাকে এবং এরা আয়তনে খুব বড় হয়। এদের সর্বমোট ৯০০ এর অধিক প্রজাতি অনুসন্ধান করা গেছে। সব টারান্টুলাই মানুষের ক্ষতি করে না বা এরা প্রাণঘাতী নয়।

অন্যান্য আর্থ্রোপোডের মতন টারান্টুলাও হল একটি অমেরুদণ্ডী প্রাণী। টারান্টুলার একটি বহিঃকঙ্কাল রয়েছে, একটি বিখন্ডিত দেহের পাশাপাশি সংযুক্ত উপাঙ্গ রয়েছে। অন্যান্য আরচিন্ডের মতোন টারান্টুলার দেহ দুটো ভাগে বিভক্ত। একটি হল সেফালোথোরাক্স এবং আরেকটি হল ওপিস্থোসোমা।

টি আকারে যেমন বড় তেমনি বন্য-প্রাণী খাওয়ার জন্য হা করে থাকে। ইঁদুর থেকে শুরু করে পাখি পর্যন্ত সব এদের খাদ্য তালিকায় রয়েছে। ১ মিনিটের মাঝে কীভাবে ইঁদুর খেয়ে ফেলে এরা তা এই ভিডিও দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন।

 ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: