নাক চিকন দেখাতে হলে! (ভিডিও)

প্রকাশিত: ২৬ মে ২০১৭, ০২:১৭ পিএম

অনেকের চেহারার সৌন্দর্য নষ্ট করে মোটা নাক। মেকআপের মাধ্যমে আজকাল অনেকে চেহারার নকশাই বদলে ফেলেন। কন্টোরিং করা এখন মেকআপের একটি বিশাল অংশ। ডার্ক এবং লাইট মেকআপের সমন্বয়ে নাকের আগা চিকন করে ফেলাটাও একটা বিশেষ আর্ট।

যাদের নাক অপেক্ষাকৃত বড় এবং মোটা ধরণের তাদের এ নিয়ে আফসোসের সীমা নেই। কিন্তু সামান্য মেকআপের মাধ্যমেই নাক চিকন দেখাতে পারেন। জানতে চান কীভাবে? চলুন জেনে নেয়া যাক।

* কন্টিউরিংয়ের মাধ্যমে নাকের আকার স্বাভাবিকের চাইতে অনেক চিকন দেখানো যায়। এর জন্য সামান্য মেকআপই যথেষ্ট।

* নিজের ত্বকের টোনের চাইতে কয়েক শেড গাঢ় ফাউন্ডেশন নিয়ে নাকের দুই পাশে (ভ্রুর গোঁড়া থেকে নাকের সামনের দিক পর্যন্ত) হাড়ের উপরে চিকন ও হালকা করে লাইন টেনে নিন।

* এবার হাতের আংটি আঙুল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এতে করে নাকের দুপাশে শেড পড়বে যা আপনার নাককে চিকন দেখাতে সাহায্য করবে।

* এরপর নাকের ঠিক মাঝ বরাবর (দুই ভ্রুর মাঝে সামান্য নিচ থেকে নাকের সামনের অংশ পর্যন্ত) হাইলাইটার দিয়ে লাইন টেনে নিন।

* ভালো করে ব্লেন্ড করে নিন হাইলাইটার। এতে করে গাঢ় শেড দেয়া দুপাশের মাঝে চিকন লাইন টানা হাইলাইটারের ফলে নাকের আকার অনেক বেশি চিকন দেখাবে।
আরও ভালভাবে জানতে এই লিংকে ক্লিক করুন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: