অবাঞ্ছিত লোম দূর করার ঘরোয়া উপায়

প্রাকৃতিক পদ্ধতিতে মুখের অবাঞ্চিত লোম দূর করার জন্য ঘরোয়া উপায়ই যথেষ্ট। মেয়েদের মুখে লোম থাকলে তা খুব বিশ্রী দেখায়। কিন্তু ঘরে বসেই তা স্থায়ীভাবে দূর করা যায়। আসুন জেনে নেয়া যাক সে পদ্ধিতি-
১। চিনি ও লেবুর রস একসাথে মিশিয়ে নিন। এরপর এতে ৮-৯ চামচ পানি মিশিয়ে নিন। এটি গরম করে নিন। সেদ্ধ হয়ে ফুঁটা শুরু করলে পড়ে লোমের স্থানে লাগিয়ে নিন। ২০-২৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
২। ১ চা চামচ হলুদ গুড়া, ১ চা চামচ বেসন ও ১ চা চামচ দই( টক বা মিষ্টি) মিশিয়ে ঘন মিশ্রণ তৈরী করে নিন। মিশ্রণটি বেশি ঘন হয়ে গেলে আরো দই যুক্ত করুন। এরপর এই মিশ্রণ উপর থেকে নিচ দিকে আপার লিপসে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে নিচ থেকে উপরের দিকে ঘষে মিশ্রণ তুলে ফেলুন। এরপর মুখ ধুয়ে ক্রিম বা ময়শ্চারাইজার লাগান।
৩। ৩ টেবিল চামচ হলুদ গুড়ার সাথে দুধ মিশিয়ে ঘন মিশ্রণ তৈরী করেও উপরের নিয়ম অনুযায়ী লোম দূর করতে পারেন। এই মিশ্রণটিও ঘন হবে।
৪। ১ টি ডিমের সাদা অংশের সাথে ১ চা চামচ কর্ণফ্লাওয়ার ও ১ চা চামচ চিনি মিশিয়ে নিন ভালো করে। মুখের যে অংশে লোম বেশি সেখানে এই মিশ্রণ লাগিয়ে রাখুন শুকিয়ে যাওয়া পর্যন্ত। তারপর টেনে তুলে ফেলুন। সপ্তাহে ৩ বার করতে হবে।
৫। প্রথমেই নারকেল তেল অল্প পরিমানে নিয়ে পুরো মুখে ভালো করে ম্যাসাজ করে নিন। এবার ৩ টেবিল চামচ গমের আটার সাথে পানি মিশিয়ে ঘন করে একটি মিশ্রণ তৈরী করে মুখের যে অংশের লোম উঠাতে চান সেস্থানে লাগিয়ে নিন। যে দিক থেকে লোম উঠে সেই দিক থেকে হালকা করে ঘষে ঘষে মিশ্রণটি লাগাতে হবে।
এরপর ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। মিশ্রণটি মুখে শুকিয়ে আসলে হাত দিয়ে ঘষে মুখ থেকে তুলে ফেলুন। তোলার সময় আস্তে আস্তে নিচ থেকে উপরের দিকে ঘষে তুলতে হবে। পুরো মিশ্রণটিই হাত দিয়ে ঘষে তুলে নিন। মিশ্রণটি পুরোপুরি উঠানো হয়ে গেলে মুখে টানটান ভাব আসবে। এরপর শুধু পানি দিয়ে মুখ ধুয়ে ভালো কোন ক্রিম বা ময়শ্চারাইজার লাগিয়ে নিন।-সূত্রঃ টাইম্স অফ ইন্ডিয়া।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: