কাবা ঘরের ইতিহাস
আল্লামা বাগভি রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আল্লাহ তাআলা জমিন সৃষ্টির দুই হাজার বছর পূর্বে কাবা শরিফের স্থান সৃষ্টি করেছিলেন। এ স্থানটি ছিলো একটি সাদা ফেনা, যা পানি রাশির ওপর স্থির হয়েছিল। তার নীচে জমিন বিস্তার লাভ করে।
আল্লাহ তাআলা যখন হজরত আদম আলাইহিস সালামকে জমিনে পাঠিয়ে দেন, হযরত আদম (আ.) দুনিয়ায় অবতরণের পরই ইবাদতের জন্য মহান আল্লাহ তাআলা এর নিকট একটি ঘর নির্মানের আবেদন জানানোর প্রেক্ষিতে তাকে কাবাগৃহ নির্মানের হুকুম দেয়া হয়। জিব্রাইল (আ.) মহান আল্লাহর নির্দেশ অনুসারে জমিনে অবতরণ করে কাবাগৃহের স্থানও নকশা নির্ণয় করে দেন। আদম(আ.) সেই নকশানুযায়ী মক্কায় কাবাঘর নির্মানের কাজ সম্পূর্ণ করেন। (শুয়াবুল ঈমান) মহান আল্লাহর ভাষায়, নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে, সেটাই হচ্ছে, এঘর, যা মক্কায় অবস্থিত এবং সারাজাহানের মানুষের জন্য হেদায়াত ও বরকতময়। এতে রয়েছে মাকামে ইব্রাহিমের মত প্রকৃষ্ট নিদর্শন। আর যে লোক এর ভিতরে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে। (সূরা:আলে ইমরান আয়াত নং-৯৬ও ৯৭) হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হজরত আদম আলাইহিস সালাম ৪০ বার হজ করেছেন।
আদম (আ.) কাবাগৃহ তাওয়াফের সূচনা করেছেন। তাঁর অনুসরণে পরবর্তীকালে তাওয়াফ অব্যাহত থাকে। কালক্রমে এই সংস্কারের প্রয়োজন হলে মহান আল্লাহ তাআলা ইব্রাহিম (আ.) কে কাবা ঘর পুনঃ নির্মানের আদেশ দেন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন। স্বরন করুন, যখন ইব্রাহিমও ইসমাইল (আ.) কাবার ভীতগুলি উঠাচ্ছিল (এবং বলছিল) হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করুন। নিশ্চই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। হে আমাদের রব, আমাদের আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরের মধ্য থেকে আপনার অনুগত কওম বানান। আর আমাদের ইবাদতের বিধি-বিধান দেখিয়ে দিন এবং আমাদের ক্ষমা করুন। নিশ্চই আপনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা বাকারা:আয়াত নং-১২৬-১২৭)
আল্লাহর নির্দেশ মোতাবেক ইব্রাহিম (আ.) নির্মাণ কাজ করলে জিব্রাইল (আ.) তাঁকে তাওয়াফ ও হজ্জের পদ্বতি শিখিয়ে দেন। তিনি নিজ পুত্র ইসমাইল (আ.)কে সাথে নিয়ে সে অনুসারে তাওয়াফ ও তৎকালীন হজ্জের যাবতীয় কাজ শিখে নেন। অতপর মহান আল্লাহ তা’আলা বলেন, এবং মানুষের মধ্যে হজের জন্য ঘোষণা প্রচার কর। তারা তোমার কাছে আসবে পাঁয়ে হেটে এবং সর্বপ্রকার কৃষ্ণকায় উঠের পিঠে সওয়ার হয়ে দূর-দুরান্ত থেকে। (সূরা হজ্জ-আয়াত নং-২৭)
বিডি২৪লাইভ/এইচকে
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: