কে এই ‘আন্টি’ রুবি?

প্রকাশিত: ১০ আগষ্ট ২০১৭, ০৬:৩২ পিএম

সালমান শাহর মৃত্যু নিয়ে হঠাৎ সরগরম হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। আর সেটা শুরু হয় গত সোমবার (৭ আগষ্ট) রাবেয়া সুলতানা রুবির একটি ভিডিও প্রকাশের মাধ্যমে। অনলাইনে একটি ভিডিও বার্তা ছেড়ে তিনি দাবি করেছেন, সালমান শাহকে খুন করা হয়েছে। সেই খুনের সঙ্গে জড়িত ছিলেন তারই স্বামী। চীনাদেরকে দিয়ে এই খুন করানো হয়। এতে জড়িত ছিলেন সালমান শাহের স্ত্রী সামিরার পরিবারও।

বর্তমানের দেশের সব গণমাধ্যমই রুবির ভিডিও বার্তা নিয়ে সরগরম। সালমান ভক্ত অনেকেই রুবি সম্পর্কে জানেন। কিংবদন্তি এই নায়কের জীবনে রুবির ভূমিকা কী? প্রাসঙ্গিকভাবেই প্রশ্ন উঠেছে কে এই রুবি?

রাবেয়া সুলতানা ওরফে রুবি নিজেই প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী আব্দুর রশিদের মেয়ে। প্রয়াত স্বামী ক্যাপ্টেন জামিল ছিলেন তার বর। জিয়াউর রহমান মারা যাওয়ার পর যে ১৩ জন সেনা কর্মকর্তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয় তার স্বামী ছিলেন তাদের একজন।

রুবিকে নিয়ে বিতর্ক বহু আগে থেকেই। উল্টাপাল্টা বুঝিয়ে মানুষজনকে বিভ্রান্ত করাতে তার খ্যাতি আছে। এ কাজে তিনি বরাবরই সিদ্ধহস্ত। তার ইচ্ছে ছিলো আমেরিকা পড়ুয়া ছোট ভাইয়ের জন্যে সামিরাকে স্ত্রী করে ঘরে তুলবেন। সেই স্বপ্ন মিথ্যে হয়ে হয়ে গেলো সালমান-সামিরার বিয়েতে।

&dquote;&dquote;আরো জানা যায়, সালমান-সামিরার দাস্পত্য কলহের পশ্চাতে তার ভূমিকা ছিলো সবচেয়ে বেশি। সালমানকে তিনি দেখে নেবেন, এ রকম কথাও তিনি বলেছেন অনেকের কাছে। যাদুশিল্পী আজরা জ্যাবিনের কাছে এই রুবি বলেছিলেন, সালমানের সব টাকা তার মা নিয়ে যাচ্ছে, সামিরার কি হবে? এবং এ অভিযোগটি করেছেন সালমানের মা নীলা চৌধুরী। তার ভাষ্য, আমার ছেলের টাকা আমি নিলাম না তার বাবা নিলো এসব নিয়ে রুবির মাথা ব্যথা কেন? রুবি কে, যে আমার সংসার জীবনে হস্তক্ষেপ করবে?

সালমানের মৃত্যু দিন ছিলো প্রশ্ন সাপেক্ষ। তার (রুবির) ভূমিকা নিয়েও পত্রপত্রিকাসহ নীলা চৌধুরী অভিযোগ করেছেন। সালমানের মৃতদেহ একপাশ রেখে রুবি-সামিরা বসে গল্প করার অভিযোগও সুস্পষ্টভাবে কথিত আছে

এই প্রশ্নগুলো যখন লোকমুখে ঠিক তখনই ঔ প্রতিবেদকের সাথে সরাসরি দেখা করতে আসেন রুবি। নিজেকে নির্দোষ প্রমাণ করে একে একে উত্তর দেন সব প্রশ্নের, খণ্ডান যুক্তি। অথচ আগে বারদুয়েক তার পার্লারে দেখা করতে গেলে বলা হয়, তিনি পার্লারে নেই, বাইরে আছেন।

রাবেয়া সুলতানা ওরফে রুবি থাকতেন সালমানের ফ্ল্যাটের অর্থাৎ ইস্কাটন প্লাজার উত্তর পাশের বিল্ডিংয়ে। ফ্ল্যাটের কর্মচারীদের কাছে রুবি ‘তথাকথিত আন্টি’ নামে পরিচিত।

বিডি২৪লাইভ/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: