প্রভার অজানা কিছু তথ্য

প্রকাশিত: ৩০ আগষ্ট ২০১৭, ০৮:১০ এএম

একটি বিজ্ঞাপনে অভিনয় করে প্রথমে সবার নজর কাড়েন মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এরপর একের পর এক নাটকে অভিনয় করে জয় করেন দর্শকমন। কিন্তু মাঝে বিতর্কে জড়িয়ে পড়লে অভিনয় থেকে দুরে থাকেন বেশ কিছু দিন। তবে সব বাধা টপকে ২০১৪ সালে আবার নিয়মিত হন অভিনয়ে।

এই ইদেও বিভিন্ন চ্যানেল থাকছে প্রভা অভিনীত বেশ কিছু নাটক ও টেলিছবি। তার মধ্যে উল্লেখযোগ্য, ঈদের দিন দুপুর সাড়ে ১২ টায় চ্যানেল আইতে প্রচারিত হবে টেলিছবি ‘না জাগতিক না পুরাণ’। টেলিছবিতে প্রভার বিপরীতে দেখা যাবে ইমনকে। ঈদের ষষ্ঠ দিন আরটিভিতে প্রচারিত হবে নাটক ‘উৎকোচ’। প্রভা ছাড়াও এই নাটকে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, নাদিয়া, টয়া, সাবিলা প্রমুখ।

প্রভার অজানা কিছু তথ্য নিয়ে আমাদের আজকের এই আয়োজন। প্রভার অজানা তথ্য সমৃদ্ধ ভিডিওটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: