ঘরে বসেই তৈরি করুন জোঁকের তেল!

অনেকেই বলে থাকেন, জোঁকের তেল দিয়ে বাত-ব্যথা-যৌনসমস্যাসহ নানা ধরণের বাহ্যিক রোগের চিকিৎসা করা হয়। আদৌ এর বৈজ্ঞানিক কোন যুক্তি পাওয়া যায় নি। তবে চেষ্টা করলে আপনারা নিজেরাই বাসায় বসে বানাতে পারবেন আপনাদের কাঙ্গিত জোঁকের তেল। জোঁকের তেল বানানোর উপকরণঃ
১। জোঁক (২৫০ মিলি তেল বানানোর জন্য ৫ থেকে ৭ টি জোঁক)
২। নারিকেল (খোসা সহ)
প্রস্তুত প্রণালীঃ
১। প্রথমে নারিকেলের মাথার খোসা ছাড়িয়ে নিন। দুটি ফুটো খুজে পাবেন। জোঁক গুলো জ্যান্ত অবস্থায় ঐ ফুটো দিয়ে ঢুকিয়ে দিন। তারপর ভালোভাবে মুখটি মেরে দিন। খেয়াল রাখবেন নারিকেলের ভিতরের পানি যেন পরে না যায় আর জোঁক গুলোও যেন বের হতে না পারে।
২। তারপর ছায়াযুক্ত মাটিতে ২ ফিট গর্ত করে ওর ভিতরে নারিকেলটি রেখে মাটি চাপা দিয়ে দিন।
৩। ঠিক ১৪ দিন পরে মাটি খুঁড়ে নারিকেলটি বের করে আনুন।
৪। নারিকেল ভেঙ্গে মৃত জোকসমেত পানিগুলো বের করুন। এইক্ষেত্রে দেখবেন জোকগুলো নারিকেলের পানি শুষে রিষ্টপুষ্ট হয়ে মরে আছে। খেয়াল রাখবেন এর থেকে কিন্তু প্রচন্ড দূর্ঘন্ধ বের হবে। তাই সেদিকে সর্তক থাকুন।
৫। কড়াইতে সরিষা বা অলিভ ওয়েল কিংবা নারিকেল তেল এ ভেঁজে ফেলুন।
৬। ভাজার সময় দেখবেন জোঁক থেকে তেল ছড়াচ্ছে, এই তেলটিই সংগ্রহ করে নিন। এভাবে তৈরি হয়ে যাবে জোঁকের তেল।
বিডি২৪লাইভ/আরআই
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: