স্বাস্থ্যের খবর বলে দিবে হাত!

নিত্যদিনের সব কাজ করতে হাতই আমাদের সবচেয়ে বড় ভরসা। সারাদিন প্রায় সবরকমের কাজেই আমরা হাতের ব্যবহার করে থাকি। এই হাত আমাদের ব্যক্তিত্বের জানান দেয়। আবার হাত দেখিয়েই আমরা আমাদের ভূত-ভবিষ্যত সম্পর্কে জানতে পারি। তবে জানেন কি, হাত আপনার স্বাস্থ্যেরও সকল সন্ধান দিতে পারে, তাও আবার নিঁখুতভাবে।
যেমন হাত দেখে থাইরয়েডের সমস্যা, হরমোনের সমস্যা, পেটের নানা সমস্যা সম্পর্কে জানা যায়। আপনার হাত কীভাবে শরীরের সম্পর্কে জানায়, দেখে নিন-
* লাল হাতঃ
আপনার হাতের তালু যদি সবসময়ে লাল হয়ে থাকে তাহলে পেটের রোগে ভোগার সম্ভাবনা প্রবল। ফ্যাটি লিভার, সিসোরিসে আক্রান্ত হওয়ার সঙ্গেত বহন করে লাল হাতের তালু। তবে গর্ভধারণের সময়ে হাতের তালু লাল হয়ে থাকে, তাতে ঘাবড়ানোর কিছু নেই।
* আঙুলের দৈর্ঘ্যঃ
মেয়েদের অনামিকা যদি তর্জনীর চেয়ে বড় হয় তাহলে তাদের অস্টিওপরোসিসে ভোগার সম্ভাবনা বেড়ে যায়। ছেলেদের সাধারণভাবে তর্জনীর চেয়ে অনামিকা লম্বার বড় হয়। পুরুষের ক্ষেত্রে তা স্বাভাবিক।
* স্ফীত আঙুলঃ
যদি আপনার আঙুল প্রয়োজনের অতিরিক্ত স্ফীত ও শক্ত হয়, তাহলে থাইরয়েডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ষোলআনা রয়েছে। অনেক সময়ে মেটাবলিজমের হার কমে গেলে শরীর ফুলতে থাকে। নানা জায়গায় ফ্লুইড জমতে থাকে। হাতেও তার প্রভাব পড়ে।
* ফ্যাকাশে নখঃ
যদি আপনার নখ ফ্যাকাশে হয়, এবং চেরে ধরার পর বেশ কিছুক্ষণ সাদা হয়েই থাকে, তাহলে বুঝবেন আপনি অ্যানিমিক হয়ে পড়েছেন। শরীরে আয়রনের কমতি হলে নখ ফ্যাকাশে হয়ে যায়।
* নীল আঙুলের ডগাঃ
ধূসর অথবা নীল রঙের আঙুলের ডগা হলে বুঝবেন রক্তের প্রবাহ ঠিকমতো হচ্ছে না। এমন হলে হাত ঠান্ডা হয়ে যাওয়া ও আঙুলে অসারতা হতে পারে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: