গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০১৮, ০৪:২৪ পিএম

গোপালগঞ্জে ট্রলী চাপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত হওয়ার প্রতিবাদে ও ঘোনাপাড়ায় ফুট ওভারব্রীজ নির্মাণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। 

রবিবার (১৪ জানুয়ারি) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কের দুপাশে শিক্ষার্থীরা হাতে হাত ধরে এ মানববন্ধন রচনা করে। দুপুর ১টা পর্যন্ত এ মানবন্ধন চলে। মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন দাবি সম্বলিত প্লাকার্ড বহন করেন।
 
উল্লেখ্য, শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় ট্রলী চাপায় ওই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ২য় বর্ষের ছাত্রী চম্পা মন্ডল নিহত হয়।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: