এনএসএ সদরদপ্তরের সামনে গোলাগুলি, নিহত ৩

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:৩২ পিএম

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ফোর্ট মিডে অবস্থিত জাতীয় নিরাপত্তা সংস্থা’র (এনএসএ) বাইরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এঘটনায় কমপক্ষে তিন জন নিহত হয়েছে বলে জানা গেছে।

দেশটির স্থানীয় গণমাধ্যম বলছে, সোমবারের এই ঘটনায় কমপক্ষে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মার্কিন গণমাধ্যম জানায়, একটি গাড়ি সদর দপ্তরের গেটে আঘাত করলে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। তবে ঠিক কারা ও কী কারণে গাড়ি নিয়ে এ হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি।

ম্যারিল্যান্ড শহরের ফোর্ট মিড এলাকায় অবস্থিত সংস্থাটির সামনে হঠাৎ করে একটি কালো এসইউভি গাড়ি এসে থামার পরপরই গোলাগুলি শুরু হয় বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

গণমাধ্যম আরো জানায়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থায় প্রায় ১১ হাজার সেনা স্টাফ এবং ১৯ হাজার বেসামরিক লোক কর্মরত রয়েছে।

 

বিডি২৪লাইভ/এমআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: