সিরিয়ায় বোমা হামলা অব্যাহত, নিহত ২৭০

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৫৮ পিএম

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব ঘৌটা অঞ্চলে গত তিনদিনে সরকারি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ২৭০ ছাড়িয়েছে। নিহতের মধ্যে ৬০ শিশুও রয়েছে।  

বুধবার (২১ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের (এসওএইচআর) বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সংগঠনটি জানিয়েছে, সিরিয়ার ঘৌটার পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর হামলায় আজ বুধবার অন্তত ২৭ বেসামরিক নিহত হয়েছে।

২০১৩ সাল থেকেই এই এলাকা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল। তখন থেকে শুরু হওয়া সহিংসতায় ওই এলাকার ৩০০ মানুষ আহত হয়েছে। এছাড়া রাসায়নিক হামলায় একশো’র অধিক মানুষ নিহত হয়েছে।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ঘৌটা শহরে এখন পর্যন্ত হওয়া বিভিন্ন হামলায় ছয়টি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র ধ্বংস হয়েছে।

ঘৌটা এলাকায় প্রায় ৪০ হাজার মানুষ বাস করে। ২০১৩ সাল থেকে বিদ্রোহীরা এলাকাটি অবরুদ্ধ করে রেখেছে। রাজধানী দামেস্কের অদূরে শুধু এই এলাকাটিই বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে।

ঘৌটার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সিরিয়ার সরকারি বাহিনী চলতি মাসের প্রথম থেকেই অভিযান শুরু করে।

 

বিডি২৪লাইভ/এমআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: