নাঈমুল ইসলাম খানের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:১৮ পিএম

মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ এনে সাংবাদিক নাইমুল ইসলাম খানের বিরুদ্ধে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান ও কন্যা ব্রিটিশ নাগরিকত্ব চেয়ে আবেদন করেছেন মর্মে একটি নিউজের প্রেক্ষিতে তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এ নোটিশটি পাঠান।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ডাকযোগে এ নোটিশটি পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের জানান আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

নোটিশে বলা হয়েছে প্রকাশিত সংবাদটিতে মিথ্যা তথ্য লেখা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে সংবাদটি প্রত্যাহার করার পাশাপাশি নাঈমুল ইসলাম খানকে ক্ষমা চাইতে বলা হয়েছে নোটিশে। এটি না করলে নাইমুল ইসলাম খানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানা গেছে।

প্রসঙ্গত গত মঙ্গলবার আমাদেরসময় ডট কমে ‘তারেকের স্ত্রী, কন্যা, ব্রিটিশ নাগরিকত্বের আবেদন চেয়ে দরখাস্ত’শীর্ষক সংবাদ প্রকাশ করা হয়।

বিডি২৪লাইভ/এমআরএম

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: