পর্ন ছবিতে অভিনয় নিয়ে মুখ খুললেন সানি লিওন

প্রকাশিত: ০৯ মে ২০১৮, ০৭:৩৩ পিএম

সাবেক কানাডিয়ান পর্ন অভিনেত্রী সানি লিওন। নীল ছবির এ জগতে তিনি ছিলেন প্রথমসারির তারকা। কিন্তু তার সেই পরিচয় এখন শুধুই অতীত। বর্তমানে তিনি বলিউডের নামকরা তারকা।

২০১২ সালে ‘জিসম টু’ ছবিতে অভিনয়ের মাধ্যমে নীল ছবির জগত ছেড়ে হিন্দি ছবির জগতে প্রবেশ করেন সানি। তখন থেকে বলিউডের সঙ্গেই সখ্যতা বজায় রেখে চলেছেন এক সময়ের নামকরা এ পর্ন তারকা। তবে অতীত পেশার জন্য বোধহয় এখন অনুশোচনায় ভোগেন সানি। পর্নতারকা হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করার কারণে কিছুটা অপরাধ বোধও হয়তো কাজ করে তার ভেতরে। সম্প্রতি সানির করা একটি টুইট দেখে এমনটাই ধারণা করছেন নেটিজেনরা।

হিন্দুস্তান টাইমস-এর খবর, অনলাইন প্ল্যাটফর্ম জি-ফাইভ-এর জন্য সানির জীবনী নিয়ে একটি ওয়েব সিরিজ নির্মাণ করছেন ‘তেরে বিন লাদেন: ডেড অর অ্যালাইভ’-এর পরিচালক অভিষেক শর্মা। যেটির নাম ‘করেনজিত কউর: দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওনি’।

সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে সেই ওয়েব সিরিজের শুটিংয়ের ছবি পোস্ট করেন সানি লিওন। ক্যাপশনে লেখেন, ‘অপরাধ বোধ!!! যে পথে আমি হেঁটেছি তার জন্য।’ এই ক্যাপশন দেখার পরই নেটিজেনদের ধারণা, অতীতের পর্নগ্রাফি পেশার জন্যই সানির এই অপরাধ বোধ।

সানির বায়োপিক ‘করেনজিত কউর: দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওনি’-তে সানি নিজেই অভিনয় করছেন। তবে তার স্বামীর চরিত্রে ড্যানিয়েল ওয়েবার থাকছেন না। এই চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ আফ্রিকান অভিনেতা মার্ক বাকনর। ওয়েব সিরিজে সানির ছোটবেলার চরিত্রে আছেন রাইসা এক্স। টুইটারে এই কিশোরীর ছবিও পোস্ট করেছেন সানি।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: