হঠাৎ গোপনেই বিয়ে সারলেন নেহা ধুপিয়া!

প্রকাশিত: ১১ মে ২০১৮, ০৮:২৩ এএম

বিয়ের ধুম পড়েছে যেন বলিপাড়ায়। কেই প্রকাশ্যে বা কেউ গোপনে, বিয়ে করতে কেউ যেন পিছিয়ে থাকতে রাজি নয়। সম্প্রতি বিয়ে করেছেন সোনাম কাপুর ও আনন্দ আহুজা। তাদের বিয়ের রেশ কাটতে না কাটতেই বলিউডে আবারও বাজল বিয়ের সানাই।অনেকটা না জানিয়ে গোপনেই বিয়ে সারলেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া।

সোনাম কাপুর, আনন্দ আহুজার বিয়ে নিয়ে সরগরম বলিউড, কিন্তু তার মধ্যেই চুপিচুপি বিয়ে সেরে নিলেন নেহা ধুপিয়া। কনে সেজে, বরের গলায় মালা দিয়ে গৃহবধূ ক্লাবে ঢুকে পড়লেন বলিউডের এই অভিনেত্রী। অবাক লাগছে শুনে?

বিশেষ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিনের বন্ধু অঙ্গদ বেদিকে বিয়ে করেছেন নেহা। আর নেহার সেই বিয়ের খবর সামাজিক মাধ্যমে প্রথম প্রকাশ করেন পরিচালক করণ জোহর। নিজের টুইটার হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেছেন করণ। বলিউডের এই জনপ্রিয় পরিচালক টুইট করার পরই নিজের বিয়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন নেহা নিজেও। তার বিয়ের ছবি দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। অনেকেরই প্রশ্ন, কোনো ধরনের খবর না দিয়ে কীভাবে নেহা বিয়েটা সেরে ফেললেন?

&dquote;&dquote;

তবে যে যাই ভাবুক না কেন, বিয়ে নিয়ে নেহা যে বেশ খুশী তা তার পোস্ট থেকেই জানা গিয়েছে। সোশ্যাল সাইটে নিজের বিয়ের ছবি শেয়ার করে নেহা লেখেন, এটা তাঁর জীবনের সেরা সিদ্ধান্ত। দীর্ঘদিনের বন্ধুকেই বিয়ে করলেন তিনি।

প্রসঙ্গত, বর্তমানে একটি জনপ্রিয় টক শো-এর পরিচালনায় দেখা যাচ্ছে নেহা ধুপিয়াকে। পাশাপাশি আরও একটি রিয়েলিটি শো-এও রয়েছেন বলিউডের এই মডেল অভিনেত্রী।

২০০২ সালে নেহা ‘মিস ইন্ডিয়া’ সুন্দরী প্রতিযোগিতায় জয়ী হলে বলিউড থেকে ডাক পান তিনি। ‘কায়ামাত- সিটি আন্ডার থ্রেট’ (২০০৩) চলচ্চিত্রে তিনি কাজ করার সুযোগ পান।

তার অভিনীত ছবির মধ্যে রয়েছে ‘কিয়া কুল হে হাম’, ‘শুটআউট এ্যাট লোখান্ডওয়ালা’, ‘দাছ কাহানিয়া’, ‘জুলি’, ‘সীসা’সহ বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন তিনি।

সুত্র : জি নিউজ

বিডি২৪লাইভ/এমআরএম

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: