রিয়াদে শ্রমিক লীগ মহানগর শাখার অভিষেক

প্রকাশিত: ১২ মে ২০১৮, ১২:১২ পিএম

শ্রমিকের ন্যায্য মজুরী সঠিক সময়ে শ্রমিকের হাতে পৌঁছে দিতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষিত ও নির্যাতিতের পক্ষে আজীবন সংগ্রাম করেছেন। জাতীয় শ্রমিক লীগ মহানগর শাখার উদ্যোগে আর্ন্তজাতিক শ্রমিক দিবস উদযাপন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি কাজী কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ লিয়াকত আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, আওয়ামী পরিষদের সভাপতি মোহাম্মদ আলী নূর।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ন্যানো বিজ্ঞানী ড. রেজাউল করিম। প্রধান বক্তা ছিলেন, ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান রহমান চৌধুরী, সাহিদুল হক সাইদ, মেহেদী হাসান মুরাদ, আওয়ামী পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক এসকান্দার আলী খান, যুবলীগের সভাপতি এম. এ জলিল রাজা, শওকত ওসমান, সাধারণ সম্পাদক শহিদুল হক মাতবর, মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান আলমগীর মন্ডল, স্বেচ্ছাসেবকলীগ মহানগর শাখার সাধারণ সম্পাদক ফারুক হোসেন।

বক্তব্য রাখেন, ঢাকা মেডিকেল সেন্টারের পক্ষে বেলাল হোসেন, জাতীয় শ্রমিক লীগ মহানগর শাখার সহ-সভাপতি আবুল কালাম মুন্সী, মাইনূল ইসলাম, ইঞ্জিঃ আসাদুজ্জামান, বাবুল হোসেন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মৃধা, এম. আবেদ, সবুজ শরীফ, সাংগঠনিক সম্পাদক, মোঃ নজরুল ইসলাম খান, সম্রাট খলিফা, প্রচার সম্পাদক মেহেদী হাসান রনি, ক্রীড়া সম্পাদক চুন্নু তালুকদার, শ্রমিক কল্যান সম্পাদক জাহিদুল ইসলাম নয়ন সহ আরো অনেকে।

নবগঠিত ৭১ সদস্য বিশিষ্ট রিয়াদ মহানগর জাতীয় শ্রমিকলীগ নেতৃবৃন্দুর নাম ঘোষনা করেন, ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে শ্রমিকলীগের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন, যুবলীগ নেতা আল আমিন সজল। পরে স্হানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশীয় সঙ্গিত উপভোগ করেন উপস্হিত সকলে ।


বিডি২৪লাইভ/এমআরএম

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: