‘ভারতকে যা দিয়েছি, সারাজীবন মনে রাখবে’

কোনো কিছু চাওয়ার অভ্যাস নেই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতের কাছ থেকে তিনি কিছু চাননি। বরং ভারতকে যা দিয়েছেন, সেটা তারা সারা জীবন মনে রাখবে।
বুধবার (৩০ মে) বিকালে গণভবনে সাম্প্রতিক ভারত সফর নিয়ে করা সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
গত ২৫ ও ২৬ এপ্রিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবন উদ্বোধন এবং চুরুলিয়ার কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি নিতে পশ্চিমবঙ্গ সফর করেন প্রধানমন্ত্রী। এই সফরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গেও একান্তে বৈঠক করেন শেখ হাসিনা।
মোদির সঙ্গে হওয়া বৈঠক নিয়ে পরদিন কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার লিখেছে, প্রধানমন্ত্রী ভারতকে অনেক কিছু দিয়েছেন জানিয়ে তার প্রতিদান চেয়েছেন।
শেখ হাসিনা কী প্রতিদান চেয়েছেন তা তার কাছেই জানতে চান একজন সাংবাদিক। এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ওই সাংবাদিকের কাছে জানতে চান কোন পত্রিকার শিরোনাম এটি। ‘আনন্দবাজার’- জানান ওই সাংবাদিক।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কোনো প্রতিদান চাই না। প্রতিদানের কী আছে? আর কারও কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম। দেয়ার অভ্যাস বেশি।’
‘আমরা ভারতকে যা দিয়েছি, সেটা ভারত সারা জীবন মনে রাখবে’- উল্লেখ করে শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি গুড়িয়ে দেয়ার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
‘প্রতিদিনের বোমাবাজি, গুলি, আমরা শান্তি ফিরিয়ে দিয়েছি। এটা তাদের মনে রাখতে হবে। কাজেই আমরা কোনো প্রতিদান চাই না।’
আওয়ামী লীগ ছাড়া অন্য সরকারের আমলের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, ‘ভারতে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চলছিল। তখনকার সরকারগুলো এদেরকে মদদ দিয়েছে। আমরা সেটাও বন্ধ করেছি। আমার দেশের মাটি কোনো মতেই অন্য কোনো দেশের বিচ্ছিন্নতাবাদী বা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ব্যবহার হতে পারবে না।’
‘কারণ, তার প্রভাব আমার দেশেও পড়ে। আপনারা ভুলে যান ১০ ট্রাক অস্ত্র চোরাচালান? এটা তো একটা কনসাইনমেন্ট ধরা পড়েছে। আরো কত যে এভাবে চোরাচালান হতো তার ঠিক আছে? এ জন্য আমার দেশের মানুষকে খেসারত দিতে হয়নি? কতবার ধরা পড়েছে?’
বিএনপি সরকারের আমলে নওগাঁর কাছাকাছি ট্রাক ভরা বিস্ফোরক ধরা পড়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা হরতাল দিলাম ট্রাক নিতে পারে নাই। ট্রাকের নিচে হলো অস্ত্রশস্ত্র, গুলি, ওপরে ছিল আনারস। গরু আনারস টেনে খেতে গিয়ে আসল জিনিস বের হয়ে গেছে।’
‘এই অস্ত্রের মালিক কে ছিল, কারা পাঠাচ্ছিল চিন্তা করে দেখেন একবার।’
‘চরোকিয়াতেও ১৩ জন ধরা পড়ল। তারপর কীভাবে কীভাবে ছাড়া পেয়ে গেল।’
মুক্তিযুদ্ধে অবদানের জন্য অবশ্য ভারতের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধে তারা যে সমর্থন দিয়েছে, আমাদের এক কোটি শরণার্থীকে তারা সাহায্য করেছে, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে ট্রেইনিং দিয়েছে, একসথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধের ময়দানে একসাথে রক্ত দিয়েছে, আমরা কৃতজ্ঞতার সাথে সেটা স্বীকার করি।’
বিডি২৪লাইভ/ওয়াইএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: