গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষানবিশ আইনজীবীদের ইফতার 

প্রকাশিত: ০৮ জুন ২০১৮, ১১:৫১ এএম

মোহাম্মদ রনি খাঁ, 
গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ 

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষানবিশ আইনজীবীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ জুন) ঢাকা আইনজীবী সমিতি ভবনের ৪র্থ তলায় ওই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

ইফতারের এই আয়োজন পরিণত হয় মিলনমেলায়। সমিতি ভবনে এক আবেগ ঘন মুহূর্তের সৃষ্টি হয়। আনন্দমুখর পরিবেশে তারা ক্যাম্পাস জীবনের সুখ-দুঃখের নানা স্মৃতি রোমন্থন করেন।

এ সময় উপস্হিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, অনুষ্ঠানের আহবায়ক প্রথম ব্যাচের ছাত্র ইজাজ মাহমুদ, সদস্য সচিব সৌরভ আহমেদসহ শিক্ষানবিশ আইনজীবীরা।

প্রাক্তন শিক্ষার্থীদের প্রত্যাশা তারা তাদের কর্ম ও সততা দিয়ে আইনপেশায় নিজেদের যোগ্যতার পরিচয় দিবে। একই সাথে গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগকে সবার সামনে পরিচিত করে তুলবে।

ইফতার মাহফিল অনুষ্ঠানে ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। 

উল্লেখ্য; এ পর্যন্ত গণ বিশ্ববিদ্যালয় আইন বিভাগ থেকে ১০টি ব্যাচ সুনামের সঙ্গে স্নাতক পাশ করে বের হয়েছেন। 

বিডি২৪লাইভ/এমআরএম

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: