দুই মামলায় খালেদার জামিন শুনানি বৃহস্পতিবার

প্রকাশিত: ১৪ জুন ২০১৮, ০৫:০২ পিএম

দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানির জন্য আগামী ২১ জুন দিন ধার্য করেছে আদালত।

বৃহস্পতিবার ‍(১৪ জুন) পতাকা অবমাননা মামলায় ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব জামিন শুনানির পরবর্তী ওই দিন ধার্য করেন। এছাড়া, জন্মদিন পালনের অপর মামলায়ও জামিন শুনানির জন্য আগামী ২১ জুন দিন ধার্য করেন ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম।

খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আবেদনের শুনানি করেন।

ঢাকা মহানগর হাকিম বেগম জিয়ার জামনিরে আবেদন শুনানি শেষে উভয় মামলায় ২১ জুন তারিখ নির্ধারণ করে দিয়েছেন। বেগম জিয়ার আইনজীবীরা মনে করেন ওই তারিখে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালত জামিন মঞ্জুর করবেন। অন্যথায় হাইকোর্টের নির্দেশ অমান্য করার দায়ে পড়বেন।

বিডি২৪লাইভ/এএইচআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: