সৌদি রাশিয়া ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু

প্রকাশিত: ১৪ জুন ২০১৮, ০৮:২৪ পিএম

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দেশের পরাজয়ের কোনো ইতিহাস নেই। রাত ৯টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে সৌদি আরব এবং স্বাগতিক রাশিয়া। এর আগে উদ্বোধনী ম্যাচে ৯ বার খেলেছে স্বাগতিক দেশ। ৬ বার জয় আর ৩ ড্র।

প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করছে রাশিয়া। স্বাগতিক দেশ হিসেবে তাদের বাছাইপর্ব খেলতে হয়নি। এটি রাশানদের বিশ্বকাপে চতুর্থ উপস্থিতি।

১৯৭০ সালের বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিলো সৌদি ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া)। সেই ম্যাচটি ড্র হয়েছিলো। আগের রেকর্ড ধরে রাখার চাপ নিয়েই মাঠে নামবে রাশিয়া। আর সৌদির সমনে ইতিহাস বদলে দেয়ার সুযোগ।

রাশিয়- সৌদি আরবের শক্তির তারতম্য:

বিশ্বকাপে রেকর্ড:
রাশিয়া সৌদি আরব
জয় ১৭ ২
ড্র ৮ ২
পরাজয় ১৫ ১৫
গোল (পক্ষে) ৬৬ ৯
গোল হজম ৪৭ ৩২

এখন পর্যন্ত একবারই দেখা হয়েছে দু'দলের। ১৯৯৩ সালের সেই প্রীতি ম্যাচে রাশিয়াকে ৪-২ গোলে হারিয়েছিলো সৌদি।

যেমন ছিলো বাছাইপর্ব:

সৌদি আরব ১-০ জাপান
সৌদি আরব ২-২ অস্ট্রেলিয়া
সৌদি আরব ৩-০ আরব আমিরাত
সৌদি আরব ১-০ ইরাক
সৌদি আরব ১-০ থাইল্যান্ড
জাপান ২-১ সৌদি আরব
অস্ট্রেলিয়া ৩-২ সৌদি আরব
আরব আমিরাত ২-১ সৌদি আরব
ইরাক ১-২ সৌদি আরব
থাইল্যান্ড ০-৩ সৌদি আরব

স্বাগতিক দেশ হওয়ায় বাছাইপর্বে অংশগ্রহণ করতে হয়নি রাশিয়ার।


বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: