ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট 

প্রকাশিত: ১৫ জুন ২০১৮, ১১:৪০ এএম

ঈদে ঘরমুখো মানুষের যানবাহনের অব্যাহত চাপে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে। বৃহস্পতিবার (১৪ জুন) রাতভর থেমে থেমে যানজট থাকার পর শুক্রবার সকাল থেকেই যানবাহনের অতিরিক্ত চাপ দেখা যায় মহাসড়কে। ফলে গোমতী সেতুর হতে ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় সাড়ে ৮ কিলোমিটার অংশে চট্টগ্রামমুখী যানজট দেখা দিয়েছে। 

এছাড়াও মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশে মেঘনা সেতুর প্রবেশ মুখে সাড়ে ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সাথে তা আরো বৃদ্ধি পাচ্ছে।

অন্যদিকে গত ১২ জুন, ঈদকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুতে যানজট কমাতে গাড়ি পারাপারে বিশেষ ফেরি চালু করা হয় তবে সরজমিনে গিয়ে দেখা যায় ফেরিঘাট শূন্য পড়ে আছে। ফেরি চালু হওয়া সম্পর্কে অবগত না হওয়া আর ফেরিতে সময় বেশী লাগায় ফেরিতে উঠতে আগ্রহ নেই যানবাহন চালকদের।

মহাসড়কের বিভিন্ন পয়েন্ট পুলিশ ও আনসার সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

বিডি২৪লাইভ/এমআরএম

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: