আবারও কি চোটে পড়লেন নেইমার?

প্রকাশিত: ১৮ জুন ২০১৮, ১১:৫৪ পিএম

শতভাগ ফিট না থাকলেও সুইজারল্যান্ডের বিপক্ষে গ্রুপের প্রথম ম্যাচেই মাঠে নেমে গেলেন পিএসজি তারকা। খেলেছেন পুরোটা সময়। তবে দুশ্চিন্তা রয়েই গেছে তাকে নিয়ে কারণ গতকাল খেলার মাঝপথে একবার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে তাকে, ম্যাচ শেষেও খুঁড়িয়ে খুঁড়িয়েই মাঠ ছেড়েছেন।

ব্রাজিল সমর্থকদের মনে শঙ্কা বিশ্বকাপে পরের ম্যাচগুলোতে নেইমার খেলতে পারবেন তো। দলের পক্ষ থেকে অবশ্য এখনও কোনো ঘোষণা আসেনি। শুক্রবার কোস্টারিকার বিপক্ষে ম্যাচ ব্রাজিলের। এই ম্যাচের জন্য অনুশীলনে নামার আগে একবার ফিটনেস পরীক্ষা করা হবে নেইমারের। তারপরই জানা যাবে, কি অবস্থা।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে পায়ের হাড় ভাঙার পর রোববারই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে নেমেছিলেন নেইমার। দলকে জেতাতে পারেননি। সুইজারল্যান্ডের খেলোয়াড়রা তেমন সুযোগই তৈরি করতে দেননি পিএসজি তারকাকে। যতবারই বল নিয়ে এগিয়েছেন, ফাউলের শিকার হয়েছেন। এক ম্যাচেই দশবার ফাউলের শিকার হন নেইমার।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: