মা হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী!

প্রকাশিত: ২২ জুন ২০১৮, ১১:১৪ এএম

মা হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিনডা আরডার্ন । বৃহস্পতিবার (২১ জুন) অফিসিয়াল ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্টে কন্যা শিশুর ছবি দেন তিনি। দেশটির সব থেকে বড় সরকারি হাসপাতাল অকল্যান্ড হাসপাতালে প্রথম শিশুর জন্ম দেন প্রধানমন্ত্রী আরডার্ন। 

তাই আগামী ছয় সপ্তাহ ডেপুটি প্রধানমন্ত্রী উইনস্টন পিটারস ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এ ছয় সপ্তাহ মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন আরডার্ন।

ক্ষমতায় থাকা অবস্থায় মা হয়েছেন এমন কমসংখ্যক প্রধানমন্ত্রীর তালিকায় যুক্ত হলেন আরডার্ন। এর আগে ১৯৯০ সালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় মা হয়েছিলেন পাকিস্তানের বেনজির ভুট্টো।

১৮৯৩ সালে নিউজিল্যান্ড বিশ্বের প্রথম দেশ হিসেবে নারীর ভোটাধিকার দেয়। জ্যাসিনডা আরডার্ন নিউজিল্যান্ডের তৃতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।


বিডি২৪লাইভ/এএইচআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: