রাতে জানা যাবে আ’লীগের মেয়র প্রার্থীদের নাম

প্রকাশিত: ২২ জুন ২০১৮, ০৩:৪০ পিএম

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের অনুষ্ঠিত ৩০ জুলাই। এরই মধ্যেই তিন সিটি করপোরেশন থেকে ১২ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আজ রাতে ভাগ্য নিধারণ হবে। তিন সিটি থেকে কে কে হচ্ছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। 

শুক্রবার (২২ জুন) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় নিশ্চিত করা হবে কে হচ্ছেন কোন সিটির আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার (২১ জুন) দুপুরে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীরা ফরম জমা দেন। রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন। আর বরিশালে ৫ জন ও সিলেট সিটি নির্বাচনে ৬ জন মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিডি২৪লাইভ/এএইচআর
 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: