‘আ’লীগ নেতারা শোনে কম, বলে বেশি’

প্রকাশিত: ২৩ জুন ২০১৮, ১১:০০ পিএম

আওয়ামী লীগ নেতারা শোনে কম, বলে বেশি। আর বিএনপির নেতারা বলে কম শোনে বেশি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৩ জুন) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আওয়ামী নেত্রী ক্ষমতায় চিরস্থায়ী থাকার গ্যারান্টি হিসেবে পাশবর্তী দেশকে নিজের দেশের সার্বভৌমত্ব দখল করে অনেক কিছু উজাড় করে দিয়েছেন। অন্যদিকে বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার জন্য জনগণের ওপর নির্ভর করে। সুতরাং বিএনপির প্রক্রিয়া আর আওয়ামী লীগের প্রক্রিয়া এক নয়। আওয়ামী লীগ নেতারা শোনে কম, বলে বেশি। আর বিএনপি নেতারা বলে কম, শোনে বেশি।’

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র নেতা বলেন, ‘বর্তমান সরকার বিএনপির মতো নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাসী নয়। দলের কর্মীদের এ কথা মাথায় রাখতে হবে।’

‘প্রধানমন্ত্রী অকপটে সত্য কথাই বলেছেন। অবশ্যই বিএনপির মতো নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাস করে না আওয়ামী লীগ।’

&dquote;&dquote;তিনি বলেন, ‘বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, আওয়ামী লীগ একদলীয় বাকশালে বিশ্বাস করে। বিএনপি অবাধ, সুষ্ঠু নির্বাচনে নিশ্চয়তা দেয়, আওয়ামী লীগ ফেনী মার্কা নির্বাচন, হাজারী মার্কা নির্বাচন, প্রতিদ্বন্দিতাহীন নির্বাচনে বিশ্বাস করে।’

রিজভী আরও বলেন, ‘বিএনপি বহুদল ভিত্তিক মতামতে বিশ্বাস করে, আওয়ামী লীগ তাদের বিরুদ্ধ মতের লোকদের গুম করে। আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে অকুতোভয় উচ্চারিত কুৎসীত, অসংযোমী বাক্যবিলাশে লিপ্ত আর বিএনপি সৌজন্যবোধ ও হিতাহীত জ্ঞান সম্পন্ন বক্তব্য বিবৃতি প্রদান করে।’

‘আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে নিজেদের ভোট কারচুপির সীলমোহর বানায়’ বলেও অভিযোগ করেন রিজভী। তিনি দাবি করেন, ‘বিএনপি কমিশনের স্বাধীন সত্ত্বা কখনোই ক্ষুন্ন করেনি। গণতান্ত্রিক পদ্ধতির প্রধান শর্ত আলোচনা ও সংলাপ যা আওয়ামী লীগ বিশ্বাস করে না। বিএনপি সমঝোতার মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতি অব্যাহত রাখায় বিশ্বাসী।’

বিডি২৪লাইভ/ওয়াইএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: