খালেদার দুই মামলায় জামিন স্থগিত আবেদনের শুনানি আজ

প্রকাশিত: ২৪ জুন ২০১৮, ১০:২৭ এএম

কুমিল্লার হত্যা ও নাশকতার দুই মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর আজ রবিবার (২৪ জুন) শুনানির দিন ধার্য রয়েছে আপিল বিভাগে। 

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আপিল বিভাগের নেতৃত্ব দিবেন আজ। আপিল বিভাগের আজকের কার্যতালিকার ৯ ও ১০ নম্বরে রয়েছে রাষ্ট্রপক্ষের আবেদন দুটি। 

এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিলের ওপর শুনানি শুরু করার জন্য আজ (২৪ জুন) রবিবার হাইকোর্টে আবেদন জানাবে দুদক। বিচারপতি এম ইনায়েতুর রহীমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হবে।

বিডি২৪লাইভ/এসএস 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: