নির্বাচনে যেসব যান চলাচল বন্ধ থাকবে!

প্রকাশিত: ২৪ জুন ২০১৮, ১২:৫২ পিএম

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের সময় যান চলাচলের ওপর বিধি জারি করা হয়েছে। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি প্রতিষ্ঠান ছাড়া যান চলাচলে বিধি নিষেধ আরোপ করা হয়েছে।

২৫ জুন দিবাগত রাত ১২টা থেকে ২৬ জুন দিবাগত রাত ১২ টা পর্যন্ত কিছু যানবাহন চলাচল নিষেধ করা হয়েছে। নিষিদ্ধ তালিকার যানবাহন- ট্যাক্সিক্যাব, বেবি ট্যাক্সি, অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো ইত্যাদি।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তারিফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে ২৬ জুন। ২৪ জুন দিবাগত রাত ১২টা থেকে ২৬ জুন দিবাগত রাত ১২ টা পর্যন্ত মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

বিডি২৪লাইভ/এমআরএম

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: