জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘পুড়ে যায় মন’, যা বললেন ছবির প্রযোজক

প্রকাশিত: ২৫ জুন ২০১৮, ০২:০৮ পিএম

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮ জুলাই। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার বিজয়ী শিল্পীরা পুরস্কার গ্রহণ করবেন। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুরস্কার বিতরণের অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করছে তথ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি)।

জাতীয় চলচ্চিত্র বিভাগে নিয়মিত ২৮টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়ে থাকে। তবে ২০১৬ সালের জন্য ২৬টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হচ্ছে। এবার প্রথম বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন অভিনেতা আলী রাজ। ‘পুড়ে যায় মন’ ছবিতে অভিনয় করার জন্য তার ঝুলিতে এই পুরষ্কার যাচ্ছে। ছবিটি প্রযোজনা করেছিল সনি মুবিজ ইন্টারন্যাশনাল।

সম্প্রতি ঈদে ছুটির পর এই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘মাতাল’ ছবিটি শুরু হতে যাচ্ছে। এ নিয়ে কথা হয় প্রতিষ্ঠানটির কর্ণধার শরীফ চৌধুরীর সঙ্গে। কথা বলার এক ফাঁকে তার চলচ্চিত্র ‘পুড়ে যায় মন’ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমার জন্য অনেক বেশি আনন্দের কেননা আমার প্রযোজিত প্রথম চলচ্চিত্র এটি। আর প্রথম চলচ্চিত্র দিয়ে আমাদের সবার প্রিয় আলী রাজ স্যার তার এত বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো পুরস্কার নিচ্ছেন। তবে হ্যাঁ একটু কষ্ট তো আছেই, আলী রাজ স্যার পুরস্কার নিয়ে অনেক গুলো ইন্টারভিউ দিয়েছে। সেখানে তিনি তার পরিবার সহ অন্যান্যদের ধন্যবাদ দিয়েছেন যেখানে কোথাও আমাদের এই ছবির নাম নেই। অথচ এই ছবিটির পেছনে অনেকেই পরিশ্রম করেছেন। যাদের টাকা নয়, অল্প একটু ভালোবাসাই যথেষ্ট। তবে যাই হোক স্যারের প্রতি ভালোবাসা ও শুভকামনা থাকলো।’

প্রসঙ্গত, শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন যৌথভাবে আলী রাজ, ‘পুড়ে যায় মন’ ও ফজলুর রহমান বাবু ‘মেয়েটি এখন কোথায় যাবে’।

বিডি২৪লাইভ/এএ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: