মোবাইলে কোরআনের অ্যাপস নিয়ে কি টয়লেটে যাওয়া যাবে?

প্রকাশিত: ২৫ জুন ২০১৮, ১১:০৩ পিএম

জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. আবু বকর মুহাম্মদ জাকারিয়া।

এ অনুষ্ঠানের অষ্টম পর্বে, মোবাইলে কোরআনের অ্যাপস থাকলে সেই মোবাইল পকেটে নিয়ে টয়লেটে যাওয়া যাবে কি না, সে সম্পর্কে জানতে চেয়ে বাসাবো থেকে টেলিফোন করেছেন আবদুল মতিন।

আবদুল মতিন প্রশ্ন করেন: আমরা জানি কোরআন শরিফ পড়ার জন্য বা স্পর্শ করার জন্য পবিত্র থাকতে হবে। আমার মোবাইল অ্যাপসে আমি সম্পূর্ণ কোরআনের সফট কপি রেখেছি। যাত্রাপথে, কর্মস্থলে বা টয়লেটে যাওয়ার সময়ও মোবাইল আমার সঙ্গে থাকে। এ ক্ষেত্রে আমার মোবাইল ব্যবহার করার সময় অতিরিক্ত সতকর্তা অবলম্বন করার দরকার আছে কি না?

প্রশ্নের জবাবে ড. আবু বকর মুহাম্মদ জাকারিয়া উত্তর দেন: ভাই আপনি চমৎকার প্রশ্ন করেছেন। কোরআনে কারিম পড়ার জন্য পবিত্রতা অর্জনের প্রয়োজন নেই। যেমন অজু না থাকলেও কোরআন পড়া যাবে। কিন্তু কোরআন স্পর্শ করতে হলে অজু করে কোরআন শরীফ অর্থাৎ কোরআনের মূল টেক্সট ধরতে হবে। আর আপনি যে অ্যাপসের কথা বলেছেন, সেখানে মোবাইলের মধ্যে একটি প্রযুক্তি ব্যবহার করে কোরআনকে সংরক্ষণ করা হয়েছে। অর্থাৎ, একটা অ্যাপসের মাধ্যমে কাজটা করা হয়েছে। কোরআনের মূল টেক্সট আর এই অ্যাপসের মধ্যে পার্থক্য রয়েছে। দুটো জিনিস এক রকম নয়। এজন্য আপনি আলহামদুলিল্লাহ মোবাইলের অ্যাপস ব্যবহার করে কোরআন পড়তে পারবেন। আর যদিও মোবাইলের অ্যাপস বন্ধ করলে আর কোরআনের কোনো অস্তিত্ব দৃশ্যমান থাকে না, তবুও টয়লেটে যাওয়ার সময় মোবাইল পেকেটে থাকলে যথাসম্ভব চেষ্টা করবেন, মোবাইলটা বাইরে রেখে যাওয়ার জন্য। চেষ্টা থাকার পরও কোনো কারণে যদি পেকেটে মোবাইল নিয়ে কেউ টয়লেটে চলে যান, তাতেও ইনশা আল্লাহ কোনো সমস্যা হবে না।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: