পর্ন জগতে কিভাবে এলেন সানি লিওন? উত্তর দেবে এই ছবি

প্রকাশিত: ০৩ জুলাই ২০১৮, ০৯:১১ এএম

সানি লিওন। এই নামটার সঙ্গে কম বেশি সবাই পরিচিত। অনেকেই তার নাম শুনলে পর্নস্টার বা নীল ছবির অভিনেত্রী ভেবে বসেন। কিন্তু এই কথা শুনতে শুনতে বিরক্ত সানি। কেননা, বর্তমানে তিনি একের পর এক বলিউড সিনেমায় অভিনয় করে তাকে প্রমাণ করার চেষ্টা করছেন। 

কিন্তু সানির কাছে এই পর্নস্টার ট্যাগটা সরানোই আসল উদ্দেশ্য।

&dquote;&dquote;

সানি লিওন বিগ বসে অংশ নিয়ে ভারতে এসেছিলেন। এর পরের গল্প সবারই জানা। মহেশ ভাটের হাত ধরে বলিউডে পা রাখেন তিনি। তারপর থেকে একটার পর একটা সিনেমা করে যাচ্ছেন সানি।

&dquote;&dquote;

এবার সানি তার অতীতকেই বানাতে চলেছেন ভবিষ্যতের শক্ত একটি খুঁটি! খুব শীঘ্রই সানি লিওন নিয়ে আসছেন নিজের বায়োপিক!

একেবারে সাধারণ ঘরের মেয়ে থেকে সোজা পর্নস্টার। আর কীভাবে ঘটল সানির জীবনে নানা ঘটনা। এসব কিছুই উঠে আসবে সানির বায়োপিক ‘করণজিৎ কউর- দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’ সিনেমাটিতে। এই ছবিটি মূলত ওয়েব সিরিজ ফরম্যাটেই মুক্তি পাবে।

&dquote;&dquote;

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সানি নিজেই শেয়ার করেছেন এই ওয়েব সিরিজের টিজার। সানি সেখানে লিখেছেন, ‘আমার জীবন নিয়ে রহস্য শেষ! খুব শীঘ্রই খোলা বইয়ের মতো খুলে যাবে আমার জীবনের সব গল্প!’

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: