নতুন ‘মুখদের’ নিয়ে ৫ চলচ্চিত্র নির্মাণের ঘোষণা

প্রকাশিত: ১৪ জুলাই ২০১৮, ০৪:৫৬ পিএম

দীর্ঘ সময় পর ফের নতুন মুখের সন্ধানে নামছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। এ উপলক্ষে আজ শনিবার (১৪ জুলাই) রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সমিতিটি। এ সময় এই প্রতিযোগীতার প্রচার স্বত্ব, ইভেন্ট ম্যানেজমেন্টসহ বেশকিছু আনুষঙ্গিক চুক্তি স্বাক্ষরিত হয়।

এসময় পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘যত দিন যাচ্ছে ততোই আমাদের শিল্পী সংকট দেখা দিচ্ছে। যারা চলচ্চিত্র থেকে সরে গেছেন বা যারা না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তাদের স্থান এখন পর্যন্ত পূর্ণ হয়নি। তাই আমরা আবারও নতুন মুখের সন্ধানে নামছি।’

&dquote;&dquote;এসময় এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, ‘চলচ্চিত্রের যে কোন কাজের সাথে আমরা আছি। নতুন মুখের কাজ শেষ হলে আমরা তাদের নিয়ে পাঁচটি চলচ্চিত্র নির্মাণ করবো।’

সর্বশেষ ১৯৯০ সালে অনুষ্ঠিত হয় ‘নতুন মুখের সন্ধানে’। তারপর দীর্ঘ ২৭ বছর ধরে বন্ধ রয়েছে এই প্রতিযোগিতা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, চিত্রনায়ক ফারুক, আলমগীর, জায়েদ খান, সায়মন সাদিক, খল অভিনেতা মিশা সওদাগর, নৃত্য পরিচালক মাসুম বাবুল প্রমুখ।

বিডি২৪লাইভ/ওয়াইএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: