স্টেডিয়ামে যে নারীকে খুঁজেছিল দর্শকরা?

প্রকাশিত: ১৫ জুলাই ২০১৮, ১১:০৪ পিএম

কারা হবে রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন। ফ্রান্স না ক্রোয়েশিয়া? সেই উত্তর মিলে গেছে এতক্ষণে। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে লড়েছে ফ্রান্স ও ক্রোয়েশিয়া। শেষ পর্যন্ত বিশ্বকাপের ফাইনালে ৪-২ গোলে আবারও বিজয়ী হয়েছে ফ্রান্স। কিন্তু স্টেডিয়ামের দর্শকদের চোখ যে ছিল অন্যদিকে! আর তিনি হচ্ছেন একজন নারী। ভাবছেন কোন সে নারী?

রাশিয়া বিশ্বকাপের শুরু থেকেই নিজের দলের ফুটবলারদের প্রেরণা জুগিয়ে আসছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার-কিতারোভিচ। গ্যালারিতে বসেই মাঠের ফুটবলারদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দিয়েছেন এ নারী প্রেসিডেন্ট।

তার দল বিশ্বকাপ ফাইনাল খেলবে আর তিনি গ্যালারিতে থাকবেন না তা কি হয়? লুঝনিকির স্টেডিয়ামে বসেই তিনি খেলা দেখছেন। খেলার শুরুতে টিভি স্ক্রিনে একবার দেখা গিয়েছিল তাকে। পড়ে তাকে না দেখে হতাশ হয়েছেন ক্রোয়েট সমর্থকরা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জার্সি উপহার দিয়েছেন ক্রোয়েশিয়া প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার- কিতারোভিচ। রবিবার বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানের আগে পুতিনের নাম সম্বলিত ক্রোয়েশিয়ান জাতীয় ফুটবল দলের জার্সি উপহার দেন লাস্যময়ী এ নারী প্রেসিডেন্ট। পরে মস্কোর ক্রেমলিনে দুই নেতা বিশেষ বৈঠকে মিলিত হন।

&dquote;&dquote;এবারের বিশ্বকাপে সবার দৃষ্টি কেড়েছেন ক্রোয়েশিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার-কিতারোভিচ। ক্রোয়েশিয়ার প্রতি ম্যাচেই দেখা গেছে তার ঝলমলে উপস্থিতি।

কোয়ার্টার ফাইনাল শেষে তো লুকা মদরিচদের অভিনন্দন জানাতে কিতারোভিচ চলে গিয়েছিলেন ড্রেসিংরুমেও। আর ক্রোয়েশিয়ার ম্যাচে যে কোনো উত্তেজনার পর ক্যামেরা তার দিকেই তাক করে। ফাইনালেও ছিলেন তিনি। শুধু দুইবার নিজের ঝলক দেখিয়েছেন টিভির স্ক্রিনে।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বকাপ ফাইনাল দেখতে ১১-১২টি দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়ে ছিলেন। সঙ্গে ছিলেন অনেক দেশের বড় বড় কূটনীতিকও।

&dquote;&dquote;রাশিয়ায় গিয়ে কিতারোভিচ কূটনীতি যতটুকুই করেছেন, সেটিও ফুটবলকেন্দ্রিক। পুতিন ছাড়াও ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেকে উপহার দিয়েছেন ক্রোয়েশিয়ার জার্সি। বিশ্বকাপের মাঝে অনুষ্ঠিত ন্যাটোর সম্মেলনে গিয়ে জার্সি উপহার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে।

তবে ফাইনাল শুরুর আগে ক্রোয়েশিয়ার ম্যাচ নিয়ে প্রেসিডেন্ট কিতারোভিচ বলেছিলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। আমার বিশ্বাস, আমরাই জিতব। ফল যাই হোক, আমরাই জয়ী।’

বিডি২৪লাইভ/ওয়াইএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: