বরিশালে রোহিঙ্গা নারী আটক

প্রকাশিত: ১৬ জুলাই ২০১৮, ০১:১৮ এএম

বরিশাল পাসপোর্ট অফিস থেকে নুর জাহান (৩৫) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। রোববার (১৫ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।

আটককৃত নুরজাহান কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের জামাল খান এবং ফাতেমা বেগম দম্পত্তির মেয়ে এবং তাদের বাড়ি মিয়ানমারের মংডু জেলার কালীবাজার এলাকায়। আটক নুরজাহান শনিবার রাতে লঞ্চ যোগে বরিশালের উদ্দেশ্যে এসে জাল কাগজপত্র দিয়ে পাসপোর্ট তৈরির চেষ্টা চালায়। এসময় তার কাগজপত্র যাচাই-বাছাই কালে কথা বলতে গিয়ে অসংলগ্নতা পাওয়া যায়। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার সেকেন্ড অফিসার এসআই অরবিন্দু বিশ্বাস জানান, এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি আটক নুরজাহানকে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হতে পারে।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: