বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত মিলার

প্রকাশিত: ১৮ জুলাই ২০১৮, ০১:১৬ পিএম

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন আর্ল রবার্ট মিলার। এই মার্কিন রাষ্ট্রদূতকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিলার বাংলাদেশে নিযুক্ত মার্সিয়া ব্লুম বার্নিকাটের স্থলাভিষিক্ত হবেন। তবে বাংলাদেশে যোগদানের আগে মিলারের মনোনয়নের বিষয়টিতে যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটের অনুমোদন লাগবে।

মিলার ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে কনস্যুল জেনারেল ছিলেন। তিনি নয়াদিল্লি, বাগদাদ ও জাকার্তায় আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিডি২৪লাইভ/এসআই/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: