পাচঁ বস্তা ‘মুলি’ ধ্বংস !

প্রকাশিত: ১৯ জুলাই ২০১৮, ০৫:০০ এএম

বিনা লাইসেন্সে দেশীয় মদ উৎপাদনের প্রধান উপকরণ ‘মুলি’ সংরক্ষণ ও মজুদ করে বিক্রি করার অপরাধে শহরের রিজার্ভ বাজারস্থ নাপ্পি পট্টি এলাকার উজ্জল স্টোরের মালিক উজ্জল নাগকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত ।

সেই সাথে প্রায় ৫ বস্তা ‘মুলি’ জব্দ করা হয় এবং তাৎক্ষণিক তা ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৮ জুলাই) বিকেলে রাঙ্গামাটি জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোমদাস এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ২২ (ক) ও (খ) ধারায় এই আদেশ প্রদান করেন।

এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের পেশকার মোঃনজরুল ইসলাম ও জেলা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: