মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন

প্রকাশিত: ২১ জুলাই ২০১৮, ০২:০০ এএম

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়ায় মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান এর উদ্বোধন করেন।

৩ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ১০ শয্যা বিশিষ্ট ওই কল্যাণ কেন্দ্র উদ্বোধন উপলক্ষে এ সময় স্থানীয় স্বাস্থ্য বিভাগের উদ্যোগে কেন্দ্র চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাজ্জাদুল হাসান।

তেতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জি এম সালেহ উদ্দিন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আ খ ম শফিকুল হক, ইউএনও মো. মেহেদী মাহমুদ আকন্দ, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর সভার মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. শহীদ ইকবাল প্রমুখ।

উল্লেখ্য, ওই উদ্বোধন ও আলোচনা সভার আগে সাজ্জাদুল হাসান মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। একই দিনের বিকেল ৪ টায় তিনি মোহনগঞ্জ পৌর শহরের মাঝ দিয়ে প্রবাহিত শিয়ালজানি খাল পূনঃখনন কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি ও আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: