সাবেক প্রেসিডেন্টের আরো ৮ বছরের জেল 

প্রকাশিত: ২১ জুলাই ২০১৮, ০৯:২২ এএম

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার কাছ থেকে অবৈধভাবে অর্থ গ্রহণের অভিযোগে দেশটির সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইকে আরো আট বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার (২০ জুলাই) সিউলের একটি আদালত তাকে এ শাস্তি দেয়।

দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট পার্কের বিরুদ্ধে গণ আন্দোলনের জের ধরে গত বছর তাকে ইমপিচ করে সেদেশের পার্লামেন্ট। এরপর গত বছরের এপ্রিলে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পার্ক গিউন-হাইকে ২৪ বছরের কারাদণ্ড দেয়া হয়।

পার্ক আদালতের শুনানিতে হাজিরা দিতে অস্বীকৃতি জানানোয় আদালত আজ পার্কের অনুপস্থিতিতে রায় ঘোষণা করে।  সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট বা এআই্টএচ দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের (এনআই আসকাছ থেকে প্রায় ৩০ লাখ ডলার গ্রহণ করায় পার্ককে ছয় বছরের কারাদণ্ড দেয়।

এছাড়া, ২০১৬ সালে নিজের ক্ষমতাসীন দলের সংসদীয় প্রতিনিধি বাছাই করার কাজে অযাচিতভাবে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে পার্কের বিরুদ্ধে।

এনআইএস-এর তিন পদস্থ কর্মকর্তা আদালতে দেয়া সাক্ষ্যে বলেছেন, প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই’র নির্দেশেই তারা ওই অর্থ তাকে পরিশোধ করেছিলেন। এ নিয়ে ৬৬ বছর বয়সি সাবেক প্রেসিডেন্টকে একটানা ৩২ বছর জেল খাটতে হবে। 


বিডি২৪লাইভ/এএইচআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: