টাস্কফোর্সের অভিযান, গৃহবধুর কারাদণ্ড

প্রকাশিত: ২২ জুলাই ২০১৮, ১২:১৯ পিএম

ফেনী শহরের চাঁড়িপুরে শনিবার (২১ জুলাই) রাতে এক মাদক বিক্রেতার স্ত্রীকে কারাদন্ডাদেশ দিয়েছে মাদক বিরোধী টাস্কফোর্স।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাতে জেলা প্রশাসনের মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে বের হন সহকারি কমিশনার সোহেল রানা। অভিযানকালে শহরের মধ্যম চাঁড়িপুর এলাকার সোবহান মিকার সড়কের নুর নবী ভিলায় হানা দেয় টাস্কফোর্স। এ সময় বাড়ি থেকে আনোয়ার হোসেন সবুজ ওরফে লেংড়া সবুজের ভাড়া বাসা থেকে তার স্ত্রী কামরুন্নাহার ফাহিমা (২০) কে আটক করা হয়। 

এ সময় তার কাছ থেকে ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার ফাহিমাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ওই সূত্র আরো জানায়, সবুজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের তালিকায় মাদক ব্যবসায়ীদের গডফাদার। আত্মগোপনে থেকে তার স্ত্রীর মাধ্যমে ব্যবসা পরিচালনা করে।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক মো: টিপু সুলতান সহ ব্যাটালিয়ান আনসারের সদস্যগণ উপস্থিত ছিলেন।


বিডি২৪লাইভ/এমআরএম

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: