চুমুর ৭টি ধরন

প্রকাশিত: ২২ জুলাই ২০১৮, ০২:০৮ পিএম

চুম্বন, চুমু বা কিস যে নামেই ডাকা হোক না কেনো চুমুর সেই স্বপ্ন শিহরণ একটুও যেন কমে না। চুমুর নানা রূপে, নানা ভাবে ব্যাপারটার একেবারে রোমান্টিকতায় বহু বছর আগে কবি তার প্রেমিকার উদ্দেশ্যে বলেছিলেন, ‘গোপনে একটি চুম্বন দাও’। আজও গোপনে প্রেমিক-প্রেমিকারা বলে চলে এই কথা।

চুমুর মাধ্যমে আবেগগত যোগাযোগ ঘটে প্রিয়জনের সঙ্গে। তবে অনেকেই হয়তো জানেন না, চুমু খাওয়ার বেশ কয়েকটি প্রকার বা ধরন রয়েছে। ১৩ ফেব্রুয়ারি চুম্বন দিবস। চুম্বন থেকে মধুর অভিজ্ঞতা এ পৃথিবীতে আর নেই। কিন্তু অনেকেই জানেন না, চুম্বন কত প্রকার ও কি কি? 

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, একজন চাইলে ৭ ভাবে চুমু দিয়ে প্রেমের বহিঃপ্রকাশ করতে পারেন।

চলুন দেখে নেয়া যাক, চুমুর ৭টি ধরন সম্পর্কে-

ফ্রেঞ্চ কিস
এই চুমু সবচেয়ে জনপ্রিয়। আবেগ ও দারুণ অন্তরঙ্গতা প্রকাশের অন্যতম মাধ্যম হচ্ছে ফ্রেঞ্চ চুমু। বিশ শতকের শুরুতে ফ্রান্সে এই ধরনের চুমুর প্রচলন শুরু হয়েছিল। ফরাসীরা বরাবরই যৌনতায় নতুন ধরনের এক্সপেরিমেন্ট করতে ভালবাসে। সেখান থেকেই এই চুমু আর তার নামের উৎপত্তি। ঠোঁটের গভীরে কথা হয় এই চুমুতে। জিভ ছুঁয়ে যায় মুখের ভিতরের জমি। এখানে সঙ্গী-সঙ্গিনীর জিহ্বার ব্যবহার ফ্রেঞ্চ কিসকে আলাদা বৈশিষ্ট্য ও উত্তেজনা দিয়েছে।

সিঙ্গেল লিপ কিস
জলদি রোমান্স প্রকাশের অন্যতম মাধ্যম হচ্ছে সিঙ্গেল লিপ কিস। একজনের ঠোঁটের ফাঁকে যখন আর একজনের ঠোঁট থাকে, অনেকটা স্যান্ডউইচের মতো, তখন তাকে বলে সিঙ্গেল-লিপ কিস। প্রেমের প্রথমদিকে কাঁপা কাঁপা ঠোঁটে এমন কিস খুবই রোম্যান্টিক। ‘তোমাকে ভালোবাসি’ কথাটার আচরণগত প্রকাশ বলা হয় সিঙ্গেল লিপ কিস। মনে রাখতে হবে, এই চুমুতে দাঁতের ব্যবহার ঘটলেই বিপদ।

লিজি কিস
জিভ দিয়ে একে অপরের ঠোঁট চুষে খাওয়ার নাম হল লিজি কিস। ব্যাপারটা অনেকটা চুষে চকলেট খাওয়ার মতো। অনেকের কাছে আপত্তিকর ও বাজে মনে হলেও অসংখ্য মানুষের কাছে বেশ প্রিয় লিজি কিস। এই চুমুতে ঠোঁটের ব্যবহার ঘটে না।

আমেরিকান কিস
গভীর চুমুতে প্রিয়জনের মধ্যে হারিয়ে যাওয়ার অন্যতম একটি আমেরিকান কিস। তবে দু’জনের দুজোড়া ঠোঁটই কেবল ব্যস্ত থাকে। বলা হয়, এই চুমু খেতে হলে স্বামী বা সঙ্গী তার সঙ্গিনীর কোমড়ের দু’পাশে জড়িয়ে ধরে নিজের দিকে টানবেন। কিংবা একটা হাত তার পিঠে রাখতে পারেন।

আইস কিস
একটি ছোট্ট আইস কিউব থাকে দুই ঠোঁটের মধ্যে, যা চালাচালি হয় একে অপরের মুখে। শিহরণে উত্তেজক হয়ে ওঠে চুম্বন, যা আইসি কিস নামে পরিচিত। এক সময় বরফ গলবে এবং শীতল দুই জোড়া ঠোঁট এক হবে।

নিবল কিস
এই চুমু সঙ্গীর মাঝে শিহরণ ও উত্তেজনা ছড়িয়ে দিতে পারে। সঙ্গী তার সঙ্গিনীর নিচের ঠোঁটে ঠোঁট রাখবেন। আর দাঁতের হালকা স্পর্শ পড়বে তাকে। তবে মনে রাখতে হবে, দাঁতে জোর খাটালে ব্যথা পেতে পারেন অপরজন। এক্ষেত্রে একটু সতর্ক থাকায় শ্রেয়।

লিপ ট্রেস কিস
এই চুমুতে মনে হবে যেন দু’জন কোনো খেলায় মেতে উঠেছেন। চোখ বন্ধ করে জিহ্বা দিয়ে সঙ্গী-সঙ্গিনীর ঠোঁট খুঁজে নিতে হবে। এরপর হালকা চুমু। সময়টাকে বিস্ময়করভাবে মিষ্টি করে দেয় এই লিপ চুমু।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: