সামনে কঠিন পরীক্ষা দেখছেন মরিনহো

প্রকাশিত: ০৭ আগষ্ট ২০১৮, ১২:৫৬ এএম

এ মৌসুমে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট দল ম্যানচেস্টার ইউনাইটেড। এমনটাই মনে করছেন, দলটির কোচ হোসে মরিনহো। বায়ার্ন মিউনিখের কাছে সর্বশেষ ফ্রেন্ডলি ম্যাচে ১-০ গোলে পরাজয়ের পর, একথা বলেছেন তিনি।

এ মৌসুমে দলবদলে ম্যান ইউ সেভাবে সুবিধা করতে পারেনি বলেই মনে করছেন, স্পেশাল ওয়ান নামে পরিচিত হোসে মরিনহো। যদিও ব্রাজিলের মিডফিল্ডার ফ্রেড, ফুলব্যাক ডিয়েগো ড্যালোট ও গোলকিপার লি গ্র্যান্টকে কিনেছে রেড ডেভিলরা। তারপরও প্রিমিয়ার লিগ ও ইউরোপের প্রথম শ্রেণীর অন্যান্য ক্লাবের চেয়ে নিজের দলকে যথেষ্ট শক্তিশালী বলে মনে করছেনা দলটির কোচ।

মরিনহো আক্ষেপ করে জানিয়েছেন, ‘যেভাবে অন্যদলগুলো অলরেডি শক্ত স্কোয়াড ও টিম কম্বিনেশন গড়ে তুলেছে, তাতে আরো কিছু প্লেয়ার না কিনলে ম্যান ইউ এ সিজনে যথেষ্ট চাপে থাকবে।’ বিষয়টি নিয়ে দলের মালিক ও সিইও’র সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে সর্বশেষ ফ্রেন্ডলি ম্যাচে বায়ার্নের বিপক্ষে আলিয়াঞ্জ অ্যারেনায় সুবিধা করতে পারেনি রেড ডেভিলরা। বায়ার্নের হয়ে জয়সূচক গোলটি করেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার জাভি মার্টিনেজ। আরিয়ান রোবেনের দেয়া আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। সূত্র: দা গার্ডিয়ান

বিডি২৪লাইভ/এএআই/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: