ভারতের কাছে হারল আর্জেন্টিনা!

প্রকাশিত: ০৭ আগষ্ট ২০১৮, ০৯:২৬ এএম

৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলকে হারিয়ে দিল ভারতের ছেলেরা। স্পেনে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ কোটিফ টুর্নামেন্টে আর্জেন্টিনাকে ২-১ গোলে পরাজিত করে ফ্লোয়িড পিন্টোর দল। ম্যাচের শেষ ৪০ মিনিট ১০ জনের দল হয়ে গিয়েছিল ভারত।

কোটিফ ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের আগের ৩ ম্যাচের দুটিতেই হেরেছে ভারত। একটি ম্যাচ ড্র করে। মার্সিয়ার বিপক্ষে ২-০ গোলে পরাজিত হওয়ার পর মৌরিতানিয়ার কাছে ৩-০ গোলে হার মানে ভারত। পরে ভেনেজুয়েলার বিপক্ষে গোলশূন্য ড্র করে। তবে আর্জেন্টিনার বিপক্ষে চমকে দেওয়া ফুটবল খেলে ভারতের ছেলেরা।

ম্যাচের ৪ মিনিটের মাথায় দীপক টাংরির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। ৫০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অনিকেত যাদব। ৬৮ মিনিটে ফ্রি-কিক থেকে বিশ্বমানের গোল করে ভারতের ব্যবধান বাড়িয়ে ২-০ করেন আনোয়ার আলি। ৭২ মিনিটে আর্জেন্টিনার হয়ে ব্যবধান কমান গিল।

২০০৬ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলা লিয়নেল স্কালোনির প্রশিক্ষণাধীন আর্জেন্টিনা দল ম্যাচের শেষ বেলায় মরিয়া আক্রমণ চালিয়েও ভারতের রক্ষণে ভাঙন ধরাতে পারেনি। আর্জেন্টিনা দলটির টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে যুক্ত রয়েছেন আরও এক তারকা পাবলো আইমার।

এই নিয়ে দুদল মোট দুবার সম্মুখ সমরে নামে। এর আগে ১৯৮৪ সালে কলকাতায় অনুষ্ঠিত নেহেরু কাপে ভারত-আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল। সেবার ভারত ১-০ গোলে হেরেছিল।

বিডি২৪লিইভ/এমআরএম

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: