পরিবর্তন হতে পারে এশিয়া কাপের সূচি!

প্রকাশিত: ০৮ আগষ্ট ২০১৮, ০৯:১৭ এএম

আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপের সূচি ও ভেন্যু এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। কিন্তু, সূচি প্রকাশ হওয়ার পর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। এই সূচিতে বিপত্তি ভারতের।

কেননা, এই সূচিতে পরপর দুদিন ম্যাচ খেলতে হবে ভারতকে। দ্বিতীয় ম্যাচটি আবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। স্বাভাবিকভাবেই এ সূচি নিয়ে অসন্তুষ্ট ভারতীয় ক্রিকেট। তাই এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী এ দু’দলের আপত্তির মুখে নতুনভাবে নির্ধারিত হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি।

বর্তমান ঘোষিত সূচি অনুযায়ী ১৮ সেপ্টেম্বর বাছাইপর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে খেলবে ভারত। এরপরের দিন ১৯ সেপ্টেম্বর আবার খেলতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে।

ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে উত্তেজনা থাকে গোটা ক্রিকেট বিশ্বের। এবারও বিপরীত কিছু হবে না। এটাও সত্য।

দুবাইয়ের আবহাওয়া অত্যাধিক গরম উল্লেখ করে ভারতীয়দের দাবি, এখানে টানা দুইদিন ওয়ানডে ম্যাচ খেলা অস্বাভাবিক।

ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগেরও এমনটাই দাবি। তার দাবি, এখনকার সময়ে পরপর দুই ম্যাচ। তাও আবার ওয়ানডে! এটা কি আদৌ সম্ভব। দুবাইয়ের মতো গরম আবহাওয়ায় টানা দুই ম্যাচের সূচি করা মোটেই ঠিক হয়নি।

এদিকে, ভারতীয়দের এমন মন্তব্যের পর অনেকটা নড়ে চড়ে বসেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ইতোমধ্যে ইঙ্গিতও দিয়েছে এশিয়া কাপের সূচি পরিবর্তনের।

উল্লেখ্য, আগামী ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে দুবাই এশিয়া কাপ ২০১৮ এর। ২৮ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: