নারীরা স্বপ্নে সাপ দেখলে যা হয়

প্রকাশিত: ১২ আগষ্ট ২০১৮, ১২:২৯ পিএম

কোনো নারী যদি স্বপ্নে সাপ দেখেন তাহলে বুঝতে হবে তাঁর মধ্যে যৌন আবেগ কাজ করছে, দাবি মনস্তত্ত্ববিদদের। স্বপ্ন দেখার কারণ কি এবং স্বপ্নের অর্থ কী হতে পারে, বিশ্লেষণ করলেই জানা যাবে সেই তথ্য।

মনস্তত্ত্বের জনক অস্ট্রিয়ান স্নায়ু চিকিৎসক সিগমুন্ড ফ্রয়েডের দাবি, কোনো নারী যদি স্বপ্নে সাপ দেখেন তাহলে বুঝতে হবে তাঁর মধ্যে যৌন আবেগ কাজ করছে। সাপকে পুরুষাঙ্গ হিসেবেই বর্ণনা করেছেন এই স্নায়ুবিদ।

পরবর্তীতে স্বপ্নে সাপ দেখার কারণ এবং কিসের ইঙ্গিত তা নিয়ে বিস্তর বিশ্লেষণ হয়েছে। বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী বেশ কিছু তথ্যও উঠে এসেছে।

১। প্রবর্তন— আপনার জীবনে পরিবর্তন আসছে। জীবনের বাধা-বিপত্তি অতিক্রম করে আপনি এবার এগিয়ে যাবেন নতুন দিশায়।

২। সাবধান বাণী— আপনি যাকে সব থেকে বেশি বিশ্বাস করেন, সে হয়তো বিশ্বাসঘাতকতা করবে আপনার সঙ্গে। বা, এমন কোনও কথা যা আপনার জানা, কিন্তু কোনও কারণে তা স্বীকার করছেন না আপনি।

৩। আধ্যাত্মিক চেতনা— ‘কুণ্ডলিনী’, মানুষের শরীরের এক প্রকার আধ্যাত্মিক শক্তির জেগে ওঠাকেও বোঝায় স্বপ্নে সাপ দর্শন।

৪। যদি কেউ দেখেন যে সাপ তার ক্ষতি করছে, তা হলে বুঝতে হবে জীবন থেকে কোনও কিছু বাদ দিতে হবে। হতে পারে তা কোনও বস্তু, কোনও সম্পর্ক, বা কোনও এক বিশেষ ব্যক্তি।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: