টয়লেটের সানশেডে রক্তমাখা নবজাতক, অতঃপর...

প্রকাশিত: ১৩ আগষ্ট ২০১৮, ১০:২২ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় থেকে রক্তমাখা এক নবজাতককে (ছেলে) উদ্ধার করা হয়েছে।

রোববার (১২ আগস্ট) রাতে ফতুল্লা মুসলিমনগর এলাকার একটি পরিত্যক্ত জায়গায় নবজাতকের কান্নার আওয়াজ শুনে স্থানীয়রা এগিয়ে গেলে তাকে দেখতে পায়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের বিডি২৪লাইভকে বলেন, বর্তমানে ওই নবজাতককে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে রাখা হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে এবং আমাদের হেফাজতে আছে। তবে তার পরিচয় এখনো পুলিশ জানতে পারেনি।

স্থানীয়রা জানান, মুসলিনগরের হযরত আলী ও সিদ্দিক মিয়ার বাড়ির মধ্যবর্তী খালি জায়গায় নবজাতকটিকে দেখে পাশের বাড়ির এক মেয়ে চিৎকার করে লোকজন জড়ো করে। পরে এলাকার লোকজন পুলিশকে খবর দিলে তাকে উদ্ধার করে। সিদ্দিক মিয়ার বাড়ির ভাড়াটিয়ার বাসার টয়লেটের সানশেডে রক্ত মাখা অবস্থায় তাকে ফেলে রাখা হয়েছিল। নবজাতকটির নাড়িও কাটা হয়নি।

বিডি২৪লাইভ/এএইচআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: