তালেবান হামলায় বাগলানে নিহত ৪০

প্রকাশিত: ১৫ আগষ্ট ২০১৮, ০২:৪৯ পিএম

আফগানিস্তানের উত্তর প্রদেশের একটি সামরিক ফাঁড়িতে, তালেবান হামলায় কমপক্ষে ৪০জন আফগান সৈন্য ও পুলিশ নিহত হয়েছে। নিরাপত্তা রক্ষীদের উপর চালানো সর্বশেষ সিরিজ হামলায় এই ঘটনা ঘটে।

এদিকে বাগলান প্রদেশের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বুধবার (১৫ আগস্ট) প্রাথমিকভাবে তালেবানদের আক্রমণে ৯জন পুলিশ ও ৩৫জন সৈন্য নিহত হয়েছে’। বিদ্রোহীরা বাগলান আক্রমণ করে চেকপয়েন্টে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছেন, প্রাদেশিক কাউন্সিলের প্রধান মোহাম্মাদ সফদার মোহসেনি।

হামলার বিষয়ে আফগান নিরাপত্তা মন্ত্রনালয়ের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ হামলার দায়িত্ব স্বীকার করেছেন।

এর আগে, গত মঙ্গলবার তালেবানরা উত্তর ফারিয়াব প্রদেশের একটি সামরিক ঘাঁটি দখল করে। এতে ১৭ জন আফগান সেনা নিহত হওয়ার পাশাপাশি আহত হয় আরো ১৯জন। সূত্র: আল জাজিরা

বিডি২৪লাইভ/এএআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: