সেলিম আল দীনের ৬৯তম জন্মবার্ষিকী পালন

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০১৮, ০৩:৪৫ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বরণ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৮ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য স্বরণ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেলিম আল দীনের সমাধিতে গিয়ে শেষ হয়।

পরে সেলিম আল দীনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটার, বঙ্গ থিয়েটার, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগসহ আরো অনেকে।

&dquote;&dquote;স্বরণ শোভাযাত্রায় এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নুরুল আলম, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাছির উদ্দিন ইউসুফসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

&dquote;&dquote;এছাড়া সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সেলিম আল দীন রচিত নাটক ধাবমান ও কিত্তনখোলা মঞ্চায়িত হবে।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: