ফেসবুক-টুইটারে ৫ হাজারের বেশি ফলোয়ার থাকলেই নজরদারি

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০১৮, ০৫:৩০ পিএম

ফেসবুক ও টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঁচ হাজারেরও বেশি ফলোয়ার বা ভক্ত রয়েছে এমন ব্যক্তিদের নজরদারি করা হবে। শনিবার (১৮ আগস্ট) এ আইনটি অনুমোদন দেন মিসরের সরকার। দেশটির প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ্ আল সিসি এ আইনটির অনুমোদন করেন।

তবে, ইন্টারনেট ব্যবহারে কড়াকড়ি আরোপ করে প্রণীত নতুন আইনকে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখছে মানবাধিকার গোষ্ঠীগুলো।

আইনটির আওতায় এরই মধ্যে দেশটিতে পাঁচশর বেশি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। নতুন আইনে, মিসরের জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে হুমকি মনে হতে পারে- এমন ওয়েবসাইট বন্ধের কথা বলা হয়।

সিসি প্রশাসনের দাবি, সন্ত্রাসবাদ ও সাম্প্রতিক অস্থিতিশীলতা মোকাবেলার জন্যই আইনটি করা হয়েছে।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: